TRP List of Bengali Serial : জোর টক্কর, মিঠাই নাকি গাঁটছড়া! সপ্তাহ শেষে কার কপালে রাণীর মুকুট

মন্টি শীল, কলকাতা : সম্প্রতি, বাংলা তথা বাঙালি দর্শকদের জীবনে এক অন্য মাত্র এনে দিয়েছে বাংলা ধারাবাহিক (Bengali Serial)। সারাদিনের দীর্ঘ কর্মব্যস্ততার মধ্যে একমুঠো বিনোদনের রসদ খুঁজে পেতে এই বাংলা ধারাবাহিকের আশ্রয় নেন টেলিভিশনের দর্শকরা। সাধারণত বাড়ির গৃহিণীরা দুপুরের ভোজন বিরতির সময় অথবা সন্ধ্যা বেলার চা এর সঙ্গে ধারাবাহিকের হালকা আস্বাদ নিতে পছন্দ করেন বাংলা টেলিভিশন জগতের দর্শক মহল। আর বিনোদনের এই স্বাদকে দীর্ঘায়িত করতে টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হয় একের পর এক জনপ্রিয় ধারাবাহিক।
তবে এই ধারাবাহিকের দ্বারা দর্শকদের মনোরঞ্জনের সঙ্গে সঙ্গে চলে এক অদৃশ্য প্রতিযোগিতা। আর সেই প্রতিযোগিতা হল TRP তালিকায় (TRP List) শীর্ষ স্থান ধরে রাখার প্রতিযোগিতা। বিগত কিছু সপ্তাহ ক্রিকেট এবং অন্যান্য বিনোদনমূলক সম্পচারনার দরুন এই তালিকায় কিছুটা প্রভাব ফেলেছিল। কিন্তু গত সপ্তাহ থেকে ফের নিজের অর্জিত স্থান অর্জন করেছে এই ধারাবাহিক। বিগত কয়েক সপ্তাহ আগে শীর্ষ স্থান অর্জন করেছিল বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক মিঠাই (Mithai)। কিন্তু এরপর মিঠাই তার শীর্ষ স্থান খুইয়ে ফেলে এবং তার জায়গায় উঠে আসে জনপ্রিয় ধারাবাহিক গাঁটছড়া (Gantchora)।
মাঝখানে কিছু পরিবর্তন ঘটলেও। ফের কয়েক সপ্তাহ নিজের শীর্ষ স্থান ধরে রেখেছিল খড়ির গাঁটছড়া। তবে গত সপ্তাহের TRP তালিকার বৃহৎ পরিবর্তন ঘটল এই সপ্তাহে। ক্রমাগত দুই সপ্তাহ শীর্ষ স্থান ধরে রাখা গাঁটছড়াকে পিছনে রেখে প্রথম স্থান অধিকার করল মিঠাই (Mithai)। যার সর্বোমোট প্রাপ্ত নম্বর ৮.৩। দ্বিতীয় স্থানে থেকে খড়ির গাঁটছড়া পেয়েছে ৭.৭ নম্বর। তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে মন ফাগুন। যার সর্বমোট প্রাপ্ত নম্বর ৭.৬। চতুর্থ স্থানে ৭.৪ নম্বর পেয়ে রয়েছে টেলিভিশনের দুই জনপ্রিয় ধারাবাহিক আলতা ফড়িং এবং ধূলোকনা।
তবে শুধুমাত্র প্রথম বা দ্বিতীয় স্থান নয় এই ধারাবাহিকগুলির মূল লক্ষ্য থাকে এই TRP তারকার সেরা দশে নিজের স্থান দখল করে রাখা। তাই এই বাংলা ধারাবাহিকের মধ্যে ৭.২ নম্বর পেয়ে পঞ্চম স্থানে রয়েছে গৌরী এল। তবে এছাড়াও একাধিক জনপ্রিয় বাংলা ধারাবাহিক রয়েছে যেগুলো এই তালিকায় এক সম্মানজনক স্থান অর্জন করে রয়েছে। তবে জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে মাঝে মাঝে কিছু বিতর্কিত ঘটনা ঘটে যার দরুন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে বাংলা ধারাবাহিক। কিন্তু হাজারো বিতর্কের মাঝেও দর্শক মহলে বাংলা ধারাবাহিক যে সর্বকালে তা এই টিআরপি তালিকা দেখে কার্যত স্পষ্ট।