মা হওয়ার পর আবারো পর্দায় ফিরছে মিঠাইয়ের নন্দা, অভিনেত্রীর ফিরে আসায় খুশি দর্শকেরা

বাংলা টেলিভিশন জগতের কথা আসলে স্টার জলসার কথা আসবে না এমনটা হয় না। সিরিয়ালপ্রেমী মানুষের কাছে সবচেয়ে প্রিয় চ্যানেলের মধ্যে একটি হল স্টার জলসা। আর হবে নাই বা কেন এখানে রয়েছে দর্শকদের নয়নের মণি ‘মিঠাই’ ( Mithai )। প্রতিদিন বিকেল হতেই বাংলার ঘরে ঘরে ড্রয়িং রুমে পৌঁছে যায় মিঠাই। জনপ্রিয়তার শীর্ষে সবার প্রথমেই আছে মিঠাই। মাঝখানে গল্পের ভীত নড়বড়ে হওয়ার কারণে অবশ্য টিআরপি’র দৌড়ে কিছুটা পিছিয়ে গিয়েছিল
এখন আবার গল্পের মোড় ঘুড়িয়ে দর্শকদের টানার চেষ্টা করছে ‘মিঠাই’। মিঠাই ধারাবাহিকের কেবল মিঠাই নয়, সব চরিত্রই মোটামুটি দর্শকদের অনেক কাছের। মিঠাইয়ের সাথে সাথে আরও একটি জনপ্রিয় চরিত্র হল শ্রীনন্দা ( Priyam Chakraborty )। সকলের বেশ প্রিয় চরিত্র ছিল। তবে ধারাবাহিকের মাঝেই শ্রীনন্দা ওরফে প্রিয়ম চক্রবর্তী মাতৃত্বকালীন ছুটির জন্য ধারাবাহিক ছেড়ে বেড়িয়ে যান। শ্রীনন্দা ( Sri Nanda ) মিঠাই ছাড়াও আরও অনেক ধারাবাহিকে কাজ করছিল।

আরও পড়ুন…………বলিউডের ছবি দক্ষিণে চলেনা, এদিকে RRR দাপিয়ে বেড়াচ্ছে দেশে! আক্ষেপ সলমনের
মাতৃত্বকালীন বিরতির জন্যই সমস্ত ধারাবাহিক থেকে তিনি সামায়িক বিরতি নেন। দীর্ঘদিনের প্রেমের পর টলিউডের নামকরা অভিনেতা শুভজিত করের সাথে গাঁটছড়া বাঁধেন। সম্প্রতি মা হওয়ার সুখবর জানিয়েছেন নিজের সামাজিক মাধ্যমে। মিঠাই ধারাবাহিক থেকে বিরতির পর দর্শকদের কিছুটা মনক্ষুন্ন হয়। অভিনেত্রী নিজেই অবশ্য তার বিরতির কারণ জানান। প্রিয়মের মা হওয়ার খবর জানার পরেই নেটপাড়ায় শুভেচ্ছার বন্যা বয়ে যায়। তাকে নতুন মা হওয়ার শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।
আরও পড়ুন…………শুধুই অন্তর্বাসে রাস্তায় গপগপ করে খেলেন বড়াপাও! উরফির কাণ্ডে মজে নেট নাগরিকরা
দর্শকদের এই ভালোবাসা দেখে আনন্দে অভিভূত অভিনেত্রী। তিনিও পাল্টা সুখবর দিয়ে ধন্যবাদ জানান। অভিনেত্রী জানান যে, আবারও খুব শীঘ্রই পর্দায় ফিরতে চলেছেন তিনি। তবে দর্শকরা ভেবেছেন আবারও মিঠাইয়ে আসতে চলেছেন অভিনেত্রী। কিন্তু তেমনটা নয়, এবার জি বাংলার নতুন প্রজেক্ট ‘উড়ন তুবড়ি’তে দেখা যাবে প্রিয়মকে।
এই খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীরাদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। অনুরাগীরা প্রিয়মের এই নয়া প্রজেক্টের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। সেই সাথে নবাগত সন্তানের জন্যও ভালোবাসা জানিয়েছেন। তাকে খুব শীঘ্রই পর্দায় দেখতে চায় দর্শক। অভিনেত্রী জানিয়েছেন দর্শককে নিরাশ করবেন না। নতুন প্রজেক্টের দিকে সকলকে চোখ রাখতে বলেছেন অভিনেত্রী প্রিয়ম। এখন অপেক্ষা কবে আসছে নতুন প্রজেক্ট।