মোদক পরিবারে দ্বিতীয় বিশ্বযুদ্ধ! সিডের জন্য রান্না করে কাঠগড়ায় মিঠাইরাণী

মন্টি শীল, কলকাতা : সম্প্রতি টেলিভিশন দর্শকদের কাছে বিশেষ ভাবে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে বাংলা ধারাবাহিক। যার অন্যতম কারণ হল জি বাংলার ( Zee Bangla ) পর্দায় সম্প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক মিঠাই ( Mithai )। কারণ খুব সম্প্রতি প্রকাশিত হওয়া সাপ্তাহিক টিআরপি তালিকায় ফের একবার শীর্ষ স্থান অর্জন করেছে এই জনপ্রিয় ধারাবাহিক। তবে বেশ কিছু দিন ধরে এক অদ্ভুত বিষন্নতা দেখা গিয়েছে দর্শক মহলে। কারণ বেশ কিছু দিন ধরে দূরত্ব তৈরি হয়েছে মিঠাই এবং সিড-এর মধ্যে। তবে কি উচ্ছে বাবু ওরফে অদৃত রায় ( Adrit Roy ) এবং মিঠাইয়ের ওরফে সৌমিতৃষা কুন্ডু ( Soumitrisha Kundu ) এর মধ্যে শুরু হল মান অভিমান পর্বের?

তবে এর মধ্যেই যেন হঠাৎ করে ধৈর্য চ্যুতি ঘটল মিঠাই ওরফে সৌমিতৃষা কুন্ডু ( Soumitrisha Kundu )-র। তার স্বামী না খেয়ে থাকবেন তা কিভাবে হয়? তাই ধারাবাহিকের গল্প অনুসারে দেখা গিয়েছে, পরিবারের সকল সদস্যের থেকে লুকিয়ে লুকিয়ে বরের জন্য রান্না করছেন মিঠাই। তবে স্বামী স্ত্রী-র এই অভিযান আর কতদিন পরিবারের থেকে গোপন রাখা যাবে? মিঠাই এবং উচ্ছেবাবুর এই গোপন অভিসন্ধির খবর প্রকাশ্যে আনলেন তোর্সা। সেখানে দেখা গিয়েছে, স্বামী সিদ্ধার্থ-র জন্য গোপনে রান্না করছেন মিঠাই।

25c62

বেশ কিছু দিন আগে ধারাবাহিক দেখা গিয়েছিল, মোদক পরিবারে এক নতুন নিয়ম লাগু করা হয়েছে। সেখানে বলা হয়েছিল বাড়ির মেয়েরা বাড়ির ছেলেদের কোনও রকম ভাবে সহায়তা করতে পারবেন না। কিন্তু এই গোপন সত্যি সামনে আসার পর সে রীতিমতো বিপদের সম্মুখীন মিঠাই। মোদক পরিবারে শুরু হয়ে যায় তীব্র বিবাদ। তবে এই ক্ষেত্রে মিঠাই রানীকে ওরফে সৌমিতৃষা কুন্ডু ( Soumitrisha Kundu )-কে পুরোদস্তুর সহায়তা করেছেন সিদ্ধার্থ ওরফে অদৃত রায় ( Adrit Roy )।

আর মিঠাই রানী-র এই ভুলের দরুন শাস্তি পেতে হল মোদক পরিবারের প্রিয় সদস্যদের। বাদ গেলেননা মিঠাই-ও। যদিও উচ্ছেবাবুর প্রচেষ্টায় ফের একবার মান ভাঙল মিঠাই রানি-র। তবে এই রণক্ষেত্র এখানেই শেষ হল না। পরদিন সকাল থেকে ফের শুরু মোদক পরিবারের মহিলা সদস্যদের দাপট। ধারাবাহিকে দেখা গিয়েছে, পরিবারের মেয়েরা ছেলেদের বাদ দিয়ে নিজেদের চা এর বন্দবস্ত করে ফেলেছেন। কিন্তু এই সমস্ত দেখার পর অনেকেই প্রশ্ন তুলেছেন আর কতদিন এই রণক্ষেত্র চলবে মোদক পরিবারে? তবে মিঠাই ধারাবাহিকে এই নতুন টুইস্ট দেখার পর রীতিমতো মুগ্ধ হয়েছেন বাংলা টেলিভিশন জগতের সমগ্র দর্শক মহল।




Leave a Reply

Back to top button