ফের পর্দা কাঁপালো মিঠাইরাণী! বাংলা সিরিয়ালে আগমন ঘটালো স্যান্ড আর্টের

রাখী পোদ্দার, কলকাতা : জি বাংলার ( Zee Bangla) সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক মিঠাই ( Mithai)। টানা দেড় বছর ধরে একই জনপ্রিয়তা পেয়ে এসেছে এই ধারাবাহিক। ধারাবাহিক দেখতে পছন্দ করেন অথচ মিঠাইয়ের নাম শোনেনি এমন দর্শক বাংলাতে খুঁজে পাওয়া বিরল। মিঠাই এমন একটি সিরিয়াল যা কিনা এই স্বার্থপর এর যুগে দাঁড়িয়ে মানুষদের শিখিয়েছে একান্নবর্তী পরিবারের মাহাত্ম্য। যেই সময় দাঁড়িয়ে একা থাকার তাগিদে বেশিরভাগ মানুষের কাছেই অজানা একান্নবর্তী পরিবারের মাধুর্য, সেখানে এই ধারাবাহিকের মাধ্যমে বাঙালি দর্শকরা পুনরায় ফিরে পেয়েছেন একান্নবর্তী বাঙালি পরিবারের পুরনো মাধুর্য।
আর ঠিক এই কারণেই টানা ৪৭ সপ্তাহ ধরে টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করে রেখেছিল এই ধারাবাহিক ( Mithai)। এই ভাবে সেরার শিরোপা ধরে রাখা কিন্তু মুখের কথা নয়। তবে এই অসাধ্য সাধন করে দেখিয়েছিল মিঠাইয়ের মোদক পরিবার। বর্তমানে টিআরপি তালিকায় প্রথম স্থানে না থাকলেও টপ লিস্ট দেখতে পাওয়া যায় এই ধারাবাহিকে। এইভাবে দর্শকদের অসীম ভালোবাসায় মিঠাইয়ের ছুঁলো আজ ৫০০ তম এপিসোড।

এই ধারাবাহিক যারা নিয়মিত দেখতে পছন্দ করেন তাঁরা জানেন এখন মিঠাইয়ে চলছে দুর্ধর্ষ পর্ব। বর্তমানে এই ধারাবাহিকে চলছে ওমি আগারওয়াল ও পিসেমশাইয়ের পর্দা ফাঁসের পর্ব। এবার রিকি দ্যা রকস্টার আসবে সকলের সামনে সিদ্ধার্থ মোদক রূপে। গতকাল মিঠাইয়ের এপিসোড দেখে মুগ্ধ হয়েছেন দর্শক মহল। সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রতিক্রিয়াও ব্যক্ত করেছেন তাঁরা। অনেকেই বলেছেন গতকালের এপিসোড দেখে চোখে জল এসে গেছে তাঁদের।

এদিন সিদ্ধার্থ ও মোদক পরিবারের সাথে ঘটা সমস্ত কিছু তুলে ধরা হয়েছে প্রোজেক্টরে স্যান্ড আর্টের ( Sand Art) মাধ্যমে। যা থেকে পায়ের তলা থেকে এক্কেবারে মাটি সরে গিয়েছে দাদু, ঠাম্মা, পিপি সহ সকলের। মিঠাই ভক্তদের দাবি বাংলা টেলিভিশনের ইতিহাসে এই প্রথমবার মিঠাইতেই এমন স্যান্ড আর্টের ব্যবহার দেখানো হল। যা এতদিন শুধুমাত্র আমরা দেখে এসেছি কোনো বড় রিয়ালিটি শোতে। সেই স্যান্ড আর্টের মাধ্যমে মনোহরার মোদক পরিবারের সুখ দুঃখের নানান মুহুর্ত থেকে শুরু করে অচেনা শত্রুদের পর্দা ফাঁস করে এদিন দর্শকদের চোখে জল এনে দিয়েছিল মিঠাই ( Mithai)।