নেট দুনিয়ার ফের আগুন ঝড়ালেন ঝুমা বৌদি
সাদা লাল শাড়ি। কালো ব্লাউজ। ভক্তদের রাতের ঘুম উড়ছে ঝুমা বৌদির নতুন লুকে।

শুভঙ্কর, কলকাতা: মোনালিসা। নামটা সোশ্যাল মিডিয়ায় এখন খুবই পরিচিত। তিনি বাঙালির মেয়ে হলেও ভোজপুরি অভিনেত্রী। তাবলে শুধু ভোজপুরি সিনেমায় অভিনয় করে থামেননি। সঙ্গে করেছেন হিন্দি এবং বাংলা টেলিভিশনেও কাজ। কয়েক মাস হল তিনি টেলিভিশন জগত থেকে দূরে রয়েছেন। তবুও তিনি সোশ্যাল মিডিয়ায় আগুন ধরাচ্ছেন। মোনালিসার আসল নাম অন্তরা বিশ্বাস। তিনি ভোজপুরি সিনেমাতে যেমন জনপ্রিয়। ঠিক তেমনই ‘দুপুর ঠাকুরপো’ সিরিজে ঝুমা বৌদির চরিত্রে অভিনয় করে ঘুম কেড়ে নিয়েছেন বাংলার ছেলেদের।
মোনালিসার সোশ্যাল অ্যাকাউন্ট একটু ফলো করলেই দেখা যাবে তিনি কতটা সাহসী অভিনেত্রী। তবে এখন আরও চর্চিত হচ্ছেন কয়েকটি সাহসী ছবি পোস্টের জন্য। সেই পোস্টের ছবিতে তাকে দেখা যাচ্ছে একটা সাদা লাল রঙের ডিজাইনার শাড়িতে। এই শাড়ির সঙ্গে তিনি পড়েছেন কালো রঙের ব্লাউজ। সাজটা খুব বেশি করেননি। হালকা সাজ। কানে ঝুমকো। কানের দুপাশে লকস। খোলা চুল। গোলাপি লিপস্টিক। এই সাজই নেট দুনিয়ার ভক্তদের ঘায়েল করার জন্য যথেষ্ট। এই ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, মন ভালো করতে দ্বিধা কিসের ? তিনি শুধু শাড়িতেই নন, নেট দুনিয়ায় ঝড় তোলেন বিভিন্ন পোশাকে। কখনও তিনি বিকিনিতে আবার কখনও ক্রপ টপে। বিভিন্ন পোশাকে তিনি ছবি পোস্ট করেন। মোনালিসা শুধুমাত্র ভোজপুরি, হিন্দি, বাংলায় নয় তার পাশাপাশি অভিনয় করেছেন ওড়িয়া, তামিল, কন্নড় এবং তেলেগু সিনেমাতেও।তিনি সিনেমা করার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় থাকেন।
এই অভিনেত্রী বিয়ে করেছেন বিক্রান্ত সিংকে। তাদের আলাপ হয় বিগ বসের মঞ্চে। আর এরপরেই তিনি আরও জনপ্রিয় হয়ে ওঠেন। মোনালিসা বিভিন্ন রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণ করেন। তার মধ্যে রয়েছে বিগ বস ১০, নাচ বলিয়ে এবং অন্যান্য রিয়ালিটি শো। ভোজপুরিতে তিনি হিট তারকাদের সঙ্গেও কাজ করেছেন। তবে বাংলাতে জনপ্রিয় হয়েছেন ‘দুপুর ঠাকুরপো’-তে ঝুমা বৌদি চরিত্রের জন্য। বর্তমানে তিনি কোনও সিনেমাতে কাজ করছেন না। তবে তিনি ফটোশুটে ব্যস্ত রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনই কোনও না কোনও ছবি পোস্ট করছেন তিনি। এক কথায় বলতে গেলে তিনি এখন ফটোশুট ও পরিবার নিয়ে ব্যস্ত।