‘টপা টিনি’ গানে নেচে বিমানবন্দর মাতিয়ে দিলেন অভিনেত্রী মনামী! মুহুর্ত ভাইরাল সোশ্যাল মিডিয়াতে

মন্টি শীল, কলকাতা : সম্প্রতি বিনোদন জগতের এক এবং অন্যতম প্রতিষ্ঠান টলিউড বেশ কিছু দিন যাবত বেশ চর্চিত হয়ে উঠেছে। এর অন্যতম কারণ হল টলিউডের আসন্ন মুক্তি প্রাপ্ত সিনেমা বেলা শুরু। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) অভিনয় জগতের শেষ সিনেমা হিসেবে বিবেচিত বেলাশুরু (Belashuru)। অভিনেতার প্রয়াণের পর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই সিনেমা। যার কারণে ইতিমধ্যেই দর্শক মহলে উত্তেজনা তুঙ্গে পৌছেছে।

ইদানিং বিগত কয়েক দিন আগে এই সিনেমার জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে এই অভিনেতা সিনেমার প্রতিটি তারকাদের এক একটি মিষ্টির ভিন্ন ভিন্ন পদের সঙ্গে তুলনা করেছিলেন। এইবার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হল এই সিনেমায় অভিনিত জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ (Monami Ghosh)। সম্প্রতি এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছে। তার কারণ তিনি খাস কলকাতা বিমানবন্দরে ‘টাপা টিনি’ গানের তালে নেচে উঠলেন।

18c62

আরও পড়ুন ….পল্লবীর অকাল প্রয়ানে চিন্তার ভাঁজ টলিপাড়ায়! গৌরীর খোঁজে তোলপার ‘মন মানে না’ এর টিম
আরও পড়ুন ….পল্লবীর সামনেই অন্য নারীর সঙ্গে নাচে ব্যস্ত সাগ্নিক! ভাইরাল ভিডিও দেখে শোরগোল নেটপাড়ায়

অবশ্য তিনি একা নন। টলিউড অভিনেত্রীর সঙ্গে সঙ্গে পা মিলিয়েছেন একাধিক বিমান সেবিকা ( Air hostess)। জানা গিয়েছে, বিমান বন্দরের ব্যস্ত তম সকালের মুহূর্তে বিমান বন্দরে উপস্থিত ছিলেন অভিনেত্রী। জরুরি ভিত্তিতে ঘোরা ফেরা করছিলেন বিমান সেবিকারা। হঠাৎ করে বিমান বন্দরের অন্দরে বেজে ওঠে এই গান ‘টাপা টিনি’। ব্যাস চেনা গানের সুর কানে পৌছনো মাত্রই এক সারিতে বদ্ধ হলে নাচতে শুরু করলেন বিমান সেবিকারা। তাদের নাচ দেখে পা মেলালেন অভিনেত্রী নিজেও। বীরভূমের মাটির গন্ধ মাখা গানে রীতিমতো মেতে উঠল কলকাতা বিমানবন্দর (Kolkata Airport)।

 

View this post on Instagram

 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)


আরও পড়ুন ….সৌন্দর্যের ফাঁদে পড়ে মৃত্যু! মেদ কমাতে প্লাস্টিক সার্জারি, ২১ বছরেই প্রাণ গেল এই অভিনেত্রীর

বিমানবন্দরের অন্দরে ঘটা এই ঘটনা দেখে অবাক অন্যান্য যাত্রীরা। অভিনেত্রীর এই কার্যকলাপ যদিও মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়াতে চর্চার বিষয় হয়ে উঠেছে। অভিনেত্রীর পরনে ছিল একটি নীল রঙা পাশ্চাত্য পোশাক এবং ম্যাচিং জুতো। যদিও এই নাচের পর করজোড়ে বিমান সেবিকাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। টলিউড পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় এর পরিচালিত এই সিনেমাটি খুব সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। আর মুক্তির আগেই বেশ চর্চার মুখে দাঁড়িয়েছে এই সিনেমা, বিশেষত এই গান জনসমক্ষে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আর তার এক ছোট্ট নিদর্শন দেখা গেল কলকাতা বিমানবন্দরে।




Leave a Reply

Back to top button