এক টুকরো কাগজের উপরেই নাচ ঋষি-পিহুর! ইস্মার্ট জোড়ির মঞ্চে জিৎ-এর প্রস্তাবে অস্বস্তিতে সৃজলা

মন্টি শীল, কলকাতা : সম্প্রতি বিনোদন জগতের এক এবং অদ্বিতীয় মাধ্যম হিসেবে বাংলার ঘরে ঘরে পরিচিতি গড়ে তুলেছে বাংলা ধারাবাহিক (Bengali serial)। প্রায় গোটা সপ্তাহ জুড়ে টেলিভিশনের পর্দায় বিনোদনের রসদ জুগিয়ে চলেছে এই ধারাবাহিক। কিন্তু এত জনপ্রিয়তা থাকা সত্তেও মাঝে মধ্যে দর্শকদের কাছে দারুণভাবে অপছন্দের জিনিস হিসেবে পরিচিত হয় ধারাবাহিক। যার অন্যতম মুখ্য কারণ হল গল্পের একঘেয়েমি। আর এই একঘেয়েমি দূর করতে দর্শক মহল রিয়ালিটি শো (Reality show) এর প্রতি নির্ভরশীল হন। যা এক ভিন্ন স্বাদের বিনোদনের স্বাদ পেতে সহায়তা করে।

ইদানিং কালে টেলিভিশনের পর্দায় এই ধরনের বহু রিয়ালিটি শো (Reality show) সম্প্রচারিত হয়। তবে দর্শকদের কাছে দারুণভাবে আলোচিত এবং এক ভিন্ন স্বাদের নন ফিকশন রিয়ালিটি শো হল স্টার জলসা (Star Jalsha)-র পর্দায় সম্প্রচারিত ইস্মার্ট জোড়ি (Ismart Jodi)। সাধারণত দর্শক মহলে এই শো পরিচিত সেলিব্রিটি যুগলদের মন মাতানো ভালোবাসার শোনার জন্য। কিছু কিছু ক্ষেত্রে এই শো জনপ্রিয়তা পেলেও, শুরুর দিকে দর্শক মহলের তরফ থেকে তুমুল সমালোচনার মুখে পড়তে হয়েছিল। এমনকি বাদ যাননি এই শো এর সঞ্চালক টলিউড অভিনেতা ‘জিৎ’-ও।

9c22

এমনকি দর্শকদের সঙ্গে সঙ্গে নেট দুনিয়ার একাধিক নেটিজেনরাও এই শো এর বিষয় বস্তুকে কেন্দ্র করে অভিযোগের তীর ছুঁড়ে দিয়েছেন। অনেকেই দাবি করেছেন, ‘এই শো পরিবারের সদস্যদের সঙ্গে বসে দেখা অসম্ভব’। কিন্তু এত কিছু ঘটে যাওয়া সত্তেও পিছু পা হননি এই শো এর সঞ্চালক থেকে শুরু করে সমগ্র টিম। আর তাই একাধিক চমক নিয়ে টেলিভিশনের পর্দায় হাজির হচ্ছে ইস্মার্ট জোড়ি (Ismart Jodi)। যার এক ছোট্ট নিদর্শন সম্প্রতি নেট দুনিয়াতে ভীষণ রকম ভাবে ভাইরাল হয়েছে। কিন্তু কি সেই চমক?


ইদানিং এই শো এর পক্ষ থেকে এক নতুন প্রোমো প্রকাশ করা হয়েছে। যেখানে টলিউড অভিনেতা তথা ইস্মার্ট জোড়ি-র সঞ্চালক জিৎ বলেছেন, আসন্ন গোটা সপ্তাহ জুড়ে দর্শকদের চমক দিতে বাংলা ধারাবাহিক এর কিছু রোম্যান্টিক জুটি এই মঞ্চে উপস্থিত হবেন। আর সেই এপিসোডের এক ঝলকে দেখা গিয়েছে স্টার জলসা (Star Jalsha)-র জনপ্রিয় ধারাবাহিক মনফাগুন (Mon phagun) এর জনপ্রিয় জুটি পিহু ওরফে অভিনেত্রী শ্রীজলা গুহ (Srijala Guha) এবং ঋষি ওরফে শন ব্যানার্জি (Sean Banerjee)-কে। প্রোমোতে দেখা গিয়েছে ধারাবাহিকের এই জুটি এক টুকরো কাগজের উপর গানের তালে তালে কাপল ডান্স করছেন। প্রকাশিত হওয়া ভিডিও তে আরও দেখা গিয়েছে, সঞ্চালকের দ্বারা এই প্রস্তাব দেওয়ার পর বেশ খানিকটা অস্বস্তিতে ছিলেন টেলি অভিনেত্রী। তবে এই শো এর নতুন প্রোমো নেট দুনিয়াতে ভীষণ ভাইরাল হলেও ফের একবার এই নিয়ে জোর আলোচনা শুরু হবেনা তা বলা কার্যত অসম্ভব।




Leave a Reply

Back to top button