স্মৃতি ইরানির জন্মদিনে মৌনীর শুভেচ্ছা বার্তা, পূর্ণতা পেল অনস্ক্রিন কেমিস্ট্রি

কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে নেট পাড়ায় হৈ চৈ ফেলে দিলেন অভিনেত্রী মৌনী রায় ( Mouni Roy )। হিন্দি ধারাবাহিকের একসময়ের জনপ্রিয় ও সুন্দরী এই অভিনেত্রীর রুপের জাদুতে মুগ্ধ নেট পাড়া। মাত্র সতেরো বছর বয়সে মৌনীর সিনে জগতে প্রবেশ। একতা কাপুরের ‘সাস ভি কভি বহু থি’ ( Saas Bhi Kabhi Bahu Thi ) সিরিয়ালের হাত ধরেই ইন্ডাস্ট্রিতে মৌনীর ( Mouni Roy ) পথচলা শুরু। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। টানা বেশ কয়েক বছর টিআরপি তালিকার শীর্ষে ছিল এই সিরিয়ালটি। এই ধারাবাহিকের হাত ধরেই মৌনীর টেলিভিশন জগতে পরিচয় শুরু হয়। এই সিরিয়ালটিতে মূল চরিত্রে আদর্শবতী বৌমার ভূমিকায় দেখা যায় কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে। তার অভিনয় দর্শক আজও মনে রেখেছে। এই ধারাবাহিকে মৌনীর অভিনয় ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। মৌনীর অভিনীত চরিত্রটি আজও দর্শকমনে দাগ কাটে। সহঅভিনেত্রী স্মৃতি ইরানিকে ( Smriti Irani ) জন্মদিনের শুভেচ্ছা জানানোর পর দর্শকদের মধ্যে মৌনী ( Mouni Roy ) ও স্মৃতির সেই কেমিস্ট্রি আবার মনে পড়ে যাচ্ছে।
আরও পড়ুন…………প্রসেনজিৎ-ঋতুপর্ণার জন্য শেষ হয় অভিষেক চট্টোপাধ্যায়ের কেরিয়ার! ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিনেতা
প্রসঙ্গত বেশ কিছুদিন আগেই দীর্ঘদিনের প্রেমিকের সাথে গাঁটছড়া বেঁধেছেন অভিনেত্রী মৌনী রায় ( Mouni Roy )। বেশ ধুমধাম করেই বিয়ে সেরেছেন মৌনী। বলিউডের তাবড় তাবর সব তারকারা উপস্থিত ছিলেন অভিনেত্রীর এই মঙ্গল আয়োজনে। মৌনীর বিয়ের ছবির নীচে মন্ত্রী তথা প্রাক্তন সহকর্মী স্মৃতি ইরানি মৌনীকে বিয়ের জন্য প্রাণঢালা অভিনন্দন জানান। বিবাহিত জীবন যেন সুখি ও দীর্ঘজীবী হয় আশীর্বাদ করেন। অভিনেত্রীও পাল্টা ধন্যবাদ জানান সহ অভিনেত্রীকে। স্মৃতি ইরানি একসময় হিন্দি সিরিয়ালে খুবই সক্রিয় ছিলেন। শোবিজ জগতে নিজের যথেষ্ট অবদান রেখেছেন এই অভিনেত্রী। এখন অবশ্য তিনি অভিনয় থেকে দূরেই রয়েছেন।

আরও পড়ুন…………বাহুবলীর জনপ্রিয় পরিচালক কলকাতায়, নতুন ছবির প্রচারে গঙ্গার ঘাটে রাজমৌলি
এদিকে অভিনেত্রী তথা বঙ্গতনয়া মৌণী রায়কে বলিউডের বেশ কিছু বড় বাজেটের ছবিতে দেখা গেলেও সম্প্রতি বিয়ের পর তাকে পর্দায় খুব একটা দেখা যাচ্ছে না। তবে তিনি জানিয়েছেন যে, হানিমুন সেরেই তিনি আবার মন দিয়ে কাজ করতে চান। তিনি অনুরাগীদের জানান একটু ধৈর্য ধরতে। ভালো প্রজেক্টের কাজ নিয়ে তিনি আবারও খুব তাড়াতাড়ি পর্দায় ফিরবেন।