১) সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় ‘নন্দী সিস্টার্স’ অন্তরা নন্দী ও অঙ্কিতা নন্দী। দুজনের সুরের মূর্ছনায় মুগ্ধ হয়েছেন শ্রোতারা।
২) এবছর পুজোয় শিবপ্রসাদ-নন্দিতা পরিচালিত ‘রক্তবীজ’ মুভিতে শোনা যাবে তাঁদের গান।
৩) ‘রক্তবীজের’ গান গাওয়া নিয়ে অত্যন্ত খুশি দুই বোন। আবির-মিমি অভিনীত ছবিতে গানের প্রথম অভিজ্ঞতাকে ‘শ্রেষ্ঠ অভিজ্ঞতা’ বলেছেন তাঁরা।
৪) সিনেমা ছাড়াও শালিমারের একটি গান-সহ বেশ কিছু প্রজেক্টে কাজ করেছেন নন্দী সিস্টার্স।
৫) সব মিলিয়ে এবারের পুজোকে অন্যতম সেরা পুজোর বছর বলেই উল্লেখ করেছেন দুই বোন।
Follow us on
Back to top button