এক ঘন্টার মহাপর্বে চুটিয়ে রোম্যান্স আকাশ-সন্ধ্যার
নতুন প্রোমোতে ধরা দিল অন্তরঙ্গ মুহূর্ত

সন্ধ্যা হলেই হাতে এককাপ চা ও কিছু টুকটাক খাবার নিয়ে টিভির সামনে সপরিবারে সিরিয়াল দেখা। এটা হয়ে আসছে বহুকাল ধরেই। তবে এমন এক দৃশ্যতে হঠাৎ অম্তরঙ্গ মুহূর্ত সামনে এল, যে পরিবারের ছোট বড় সকলেই ইতস্তত বোধ করল। এতে কিছুটা ফাঁপরে পরে যান বাড়ির বড়রা। এমনটাই হল সন্ধ্যাতারার প্রোমোতে।
সবরকম বাঁধা পেরিয়ে প্রথমবার কাছাকাছি এল আকাশনীল আর সন্ধ্যা। স্বামী-স্ত্রী হিসাবে বৈবাহিক সম্পর্ক যেন পুর্নতা পেল। সন্ধ্যাতারার নতুন প্রোমো শেয়ার করার পর থেকেই নেটমহলে পরে গেছে হুল্লোড়। এই সিরিয়ালপ্রেমীরা রীতিমত দুজনের মিলনে বেশ খুশি। তবে অনেকেই রয়েছেন যাঁরা এই দৃশ্যে কিছুটা হলেও অস্বস্তি বোধ করছেন। অনেকে আবার মন্তব্যও করেছেন এই সিরিয়াল সকলে মিলে বসে দেখার মতো নয়।
স্টার জলসায় সম্প্রসারিত এই সিরিয়াল টিআরপিতে ষষ্ঠ স্থানে রয়েছে। সিরিয়ালের সারাংশ বলতে, মনের মতো পাত্রীর সঙ্গে বিয়ে হয়নি বলে সন্ধ্যার থেকে দূরেই থাকত নীল। কিন্তু, ধীরে ধীরে বউয়ের প্রতি ভালোবাসা জেগেছে। স্বামী-স্ত্রীর সম্পর্ক পাবে পূর্ণতা। আগামী ৫ ডিসেম্বর সম্প্রচারিত হবে সন্ধ্যাতারার এক ঘণ্টার মহাপর্ব। সকলেরই বেশ প্রিয় এই সিরিয়ালে মন বসিয়েছেন অনেকে।