“গল্পের মাথা মন্ডু নেই”, গাঁটছড়ার অবাস্তব কাহিনী দেখে রাগে ফুঁসছে নেটিজেনরা

রাখী পোদ্দার, কলকাতা : স্টার জলসা ( Star Jalsa) চ্যানেলের এক নম্বর ধারাবাহিক হয়ে উঠেছে ‘গাঁটছড়া’ ( Gantchhora)। খড়ি আর ঋদ্ধিমান সিংহের জুটি খুব অল্প সময়ের মধ্যেই জায়গা করে নিয়েছে দর্শকদের মনে। এই ধারাবাহিকের আগমনের রীতিমতো টিআরপি তালিকার শীর্ষ স্থান থেকে ছিটকে যেতে হয়েছিল জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’কে। শোলাঙ্কি রায় ( Solanki Roy) ও গৌরব চট্টোপাধ্যায় ( Gourab Chatterjee) অভিনীত ধারাবাহিক শুরু হওয়ার পর পরই মিঠাইকে সরিয়ে টিআরপি তালিকায় দখল করে নেয় এক নম্বর স্থান। এছাড়াও এই ধারাবাহিকে রয়েছে শ্রীমা ভট্টাচার্য, অনিন্দ্য চাটার্জী ও রিয়াজ লস্করের মতো জনপ্রিয় তারকারা। তবে বর্তমান সপ্তাহে মিঠাইকে টপকাটতে না পারলেও দ্বিতীয় স্থান দখল করে রয়েছে এই ধারাবাহিক।
তবে এত জনপ্রিয়তা পাওয়া সত্ত্বেও সম্প্রতি এই ধারাবাহিকে ঘিরে দর্শকদের মনে কালো মেঘের মতো ভিড় করেছে বেশ কিছু প্রশ্ন। দর্শকদের মধ্যে বেশির ভাগেরই অভিযোগ ধারাবাহিকে একই গল্প বারবার দেখানো হচ্ছে। ক্রমে একঘেয়ে হয়ে উঠেছে এই ধারাবাহিক। দর্শকদের একাংশের মতে বাস্তবিকতাই হারিয়ে যাচ্ছে এই ধারাবাহিকের গল্প থেকে। কখনও রাহুলের ষড়যন্ত্রে বিপদে পড়ছে খড়ি আর ঋদ্ধিমান, তো কখনও আবার দ্যুতি এবং পিসেমশাইয়ের ষড়যন্ত্রে বিপদে পড়ছে খড়ি আর ঋদ্ধিমান। মোট কথা একই ছন্দে আবর্তিত হয়ে চলেছে এই ধারাবাহিকের গল্প।
বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে, রাহুলের ষড়যন্ত্রে ভট্টাচার্য্য বাড়ি চলে গেছে প্রোমোটারের দখলে। এবার সেখান থেকে তাঁদের উচ্ছেদ করে বানানো হবে বিশাল বড়ো ফ্ল্যাট বাড়ি। যার জন্য সকলে মিলে দায়ী করছে ঋদ্ধিমানকে। কিন্তু খড়ির বিশ্বাস এমন কাজ কখনোই করতে পারেন না ঋদ্ধিমান। আর তাই সকলের সামনে স্বামীকে নির্দোষ প্রমাণ করতে পাশে এসে দাঁড়ায় খড়ি। ধারাবাহিকের এই গল্পে প্রায় বিরক্ত হয়ে উঠেছে দর্শক মহলের একটি বড় অংশ।
দর্শকের মতে ধারাবাহিকের ( Gantchhora) কোনো মাথা মুন্ড নেই। তাঁদের একাংশের দাবি চ্যানেল টপার হওয়া সত্ত্বেও ধারাবাহিকের গল্পটি আসলে কি সেটাই এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছেন না তাঁরা। গল্পের নায়ক নায়িকা থেকে শুরু করে সকলেই নিজেদেরকে নির্দোষ প্রমাণিত করতে ব্যস্ত। আবার কোনো কোনো দর্শকদের দাবি শুধু মাত্র ধারাবাহিকের কাস্টিংএর জেরেই টিআরপি তালিকায় শীর্ষ স্থানে রয়েছে এই ধারাবাহিক। আদতেও এই ধারাবাহিকের গল্পে কিছুই নেই।