নয়া রোমাঞ্চ সিরিজে জোট বাঁধলেন টোটা-সৃজলা-সৌরভ! শীঘ্রই পর্দায় আসছে ‘পিকাসো’
পর্দায় আসছে নয়া রহস্য সিরিজ নাম 'পিকাসো'

পূর্বাশা, হুগলি: ইদানিং রহস্য রোমাঞ্চ সিরিজের জনপ্রিয়তা তুঙ্গে। উপন্যাস হোক কি আধুনিক গল্প পর্দায় রোমাঞ্চ উপভোগ করতে আগ্রহী আপামর বাঙালি। সেই জনপ্রিয়তার কথা চিন্তা করেই ফের নতুন রোমাঞ্চ সিরিজ হাজির করতে চলেছেন পরিচালক রাজা চন্দ। এই সিরিজের মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেতা টোটা রায়চৌধুরিকে। এর সঙ্গে নজর কাড়বেন অভিনেতা সৌরভ দাস ও অভিনেত্রী সৃজলা গুহ।
সম্প্রতি সিরিজের ফার্স্ট লুক প্রকাশ করে গল্পের আঁচ কিছুটা জানানো হয়েছে। জানা যাচ্ছে, এই সিরিজ মৃত্যু রহস্যকে কেন্দ্র করে আবর্তিত হবে। যেখানে পলাশ মুখোপাধ্যায় নামক এই চিত্রশিল্পী দুজন ব্যক্তির ছবি আঁকার পর মারা যান। আর সেই অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে উপস্থিত হন সাংবাদিক শ্রেয়া। সিরিজের নাম ‘পিকাসো’। এই মৃত্যুর পিছনে থাকা রহস্য জানাবে এই সিরিজ।
টোটা রায়চৌধুরি এই সিরিজের প্রসঙ্গে বলেন, তিনি
এর আগেও চিত্রশিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন। তবে এই চরিত্রটির ধরণ আলাদা। চরিত্রটির মধ্যে অনেকগুলি স্তর রয়েছে বলেও জানিয়েছেন তিনি। পরিচালক রাজা চন্দর সঙ্গে এ কাজ তাঁর প্রথম কাজ। সিরিজ নিয়ে যথেষ্ট আশাবাদী অভিনেতা। এর পাশাপাশি নিজেদের চরিত্র নিয়ে আশাবাদী সৌরভ দাস ও সৃজলা গুহও।