জিতের নতুন সিনেমা ‘মানুষ’, প্রশংসা শোনা গেল দেবের মুখে
মানুষ’ সিনেমাটি পরিচালনা করছেন বাংলাদেশের পরিচালক সঞ্জয় সমাদ্দার। ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে যে ছবিটা তৈরি হবে তা আগেই বোঝা গেছিল।এবার গণেশ চতুর্থীর দিন জিতের এই পোস্টার দেখে সব দ্বিধা দূর হয়।

শুভঙ্কর, কলকাতা: টলিউড জগতের সুপারস্টার জিৎ। একের পর এক ধামাকা দিয়ে যাচ্ছেন তিনি। অনেকদিন ধরেই সিনেমা প্রেমীদের কাছে আইকনিক জিৎ। কয়েকদিন আগে জিতের ‘চেঙ্গিজ’ সিনেমাটি দর্শকমহলে বেশ সারা ফেলে। এছাড়াও দেব ও রুক্মিণী অভিনীত ব্যোমকেশ ও দুর্গ রহস্য মুক্তি পেয়েছে। সেই সিনেমাটি বেশ জনপ্রিয় হয়েছিল। এবার জিতের মানুষ সিনেমার পোস্টার দেখে বেশ উচ্চসিত দর্শক। জিৎ সিনেমাটির প্রশংসা শোনা গেল এবার দেবের গলায়।
‘মানুষ’ সিনেমাটি পরিচালনা করছেন বাংলাদেশের পরিচালক সঞ্জয় সমাদ্দার। ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে যে ছবিটা তৈরি হবে তা আগেই বোঝা গেছিল।এবার গণেশ চতুর্থীর দিন জিতের এই পোস্টার দেখে সব দ্বিধা দূর হয়। পোস্টারে জিৎকে দেখা যাচ্ছে একগাল দাড়ি আর উসকো খুসকো চুলে। গায়ে রয়েছে ধূসর রং এর গেঞ্জি, তার উপরে জিন্সের একটা জ্যাকেট। জাকেটের উপরের বোতাম খোলা। চোখমুখে স্পষ্ট বোঝা যাচ্ছে রাগ। সামনের দিকে তাক করে রয়েছে একটা পিস্তল। জিৎ এই পোস্টারটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘ আপনারা ভাববেন না এটা কোন প্রতিশোধের গল্প।’ এই সিনেমাতে জিতের সাথে জুটি বেঁধেছেন বাংলাদেশের নায়িকা বিদ্যা সিনহা মিম। এছাড়াও এই সিনেমাতে অভিনয় করছেন সুস্মিতা চট্টোপাধ্যায়, জীতু কমল, সৌরভ চক্রবর্তীরা। ছবিটি মুক্তি পাবে ২৪শে নভেম্বরের।
আজকাল বলিউডে অভিনেতারা একে অন্যকে বেশ প্রমোট করেন। এই রীতি টলিউডেও দেখা যাচ্ছে। জিতের ‘মানুষ’ এই সিনেমা পোস্টার দেখে দেব প্রশংসা করে বলেন, ‘ মিস্টার বস তোমাকে দারুন লাগছে।’ এক সময় রোডে ছিল দেব আর জিৎ হয়তো একসাথে কোনো নতুন সিনেমাতে কাজ করছে। কিন্তু জিদ সেই গুজব মিথ্যা বলে জানিয়ে দিয়েছে। তিনি বলেন, ‘আপাতত এমন কোন সিনেমা মুক্তি পাচ্ছে না বা হচ্ছে না।’