পর্দায় তিনি কখনও মা, কখনও শাশুড়ি। নিজেকে যেন খানিক চেনা ছকেই বেঁধে নিয়েছেন অভিনেত্রী নন্দিনী চট্টোপাধ্যায়।
1/7
সমুদ্র সৈকতে অবসর যাপন করেছেন নন্দিনী। শুধু তা-ই নয়। টু পিস বিকিনি পরে ছবিও দিয়েছেন।
2/7
এ হেন নন্দিনীর সাম্প্রতিক ছবিগুলি দেখে ভক্তমনে শিহরণ।
3/7
শুধু মনের বয়সই নয় শরীরের বয়সও এখন আটকে ৩০-এর কোঠায়।
4/7
আপাতত স্টার জলসায় ‘জল থইথই ভালবাসা’য় দজ্জাল শাশুড়ির ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। তবে ব্যস্ততার মাঝেই নিজের জন্য সময় বার করে নিয়েছেন অভিনেত্রী।
5/7
তোতার দজ্জাল শাশুড়ির এ কী রূপ!
6/7
নন্দিনীকে বিকিনিতে দেখে তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। কেউ কেউ আবার তাঁর এই অবতারকে ‘বেমানান’ তকমা দিয়েছেন। তবে সে সবের তোয়াক্কা না করে নিজের শর্তে বাঁচছেন অভিনেত্রী।