কালো-হলুদ বিকিনিতে ধরা পর্দায় হিট শাশুড়ি, কে এই অভিনেত্রী! দেখে নিন…

বাংলার খলনায়িকা শাশুড়ি ছুটিতে কালো বিকিনিতে হট লুকসে নন্দিনী

পর্দায় তিনি কখনও মা, কখনও শাশুড়ি। অভিনয় করেছেন একের পর এক ধারাবাহিকে। তবে এবার একটু ফাঁকা সময় পেতেই ছুটি কাটাতে গিয়ে হলুদ কালো বিকিনিতে ধরা দিলেন বাংলা সিরিয়ালের শাশুড়িরুপী হিট নন্দিনী চট্টোপাধ্যায়।

Nondini Chatterjee,Bengali serial,Entertainment,Social Media

বয়স তার কাছে শুধুই একটি সংখ্যা মাত্র। সে কথা বারবারই প্রমাণ করে দেন নন্দিনী চট্টোপাধ্যায়। কিছুদিন আগে সমুদ্র সৈকতে হলুদ বিকিনিতে ঝড় তুলছিলেন নন্দিনী। তার সঙ্গেই ছিল মানানসই ফ্লোরাল শ্রাগ। পর্দায় বেশির ভাগ তাকে শাড়িতে দেখা গেলেও বিকিনিতে বেশ সাবলীল অভিনেত্রী। এখানেই থেমে থাকেননি নন্দিনী। ফের বিকিনিতে উত্তাপ ছড়ালেন অভিনেত্রী। কালো টু পিস, চোখে কালো চশমায় তাক লাগালেন তিনি।

নন্দিনীকে বিকিনিতে দেখে তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। অনেকেই আবার ‘বেমানান’ তকমা দিয়েছেন তাঁকে। তবে সে সবের তোয়াক্কা না করে নিজের শর্তে বাঁচছেন অভিনেত্রী। বর্তমানে স্টার জলসায় ‘জল থইথই ভালবাসা’য় দজ্জাল শাশুড়ির ভূমিকায় দেখা যাচ্ছে নন্দিনীকে। তবে ব্যস্ততার মধ্যেই নিজের জন্য সময় বের করে নিয়েছেন অভিনেত্রী।




Leave a Reply

Back to top button