গুটি গুটি পায়ে একমাস বয়স হল ঈশানের, কেক কেটে জন্মদিন পালন করল মা নুসরত
হাজারো বিতর্কের মুখ ঝামা ঘষে গতমাসেই মা হয়েছেন অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। পুত্র সন্তানের জন্মদিয়েছেন অভিনেত্রী নাম রেখেছেন ঈশান (Yishaan)। ঈশানের জন্মের পর থেকেই পিতৃ পরিচয় নিয়ে ব্যাপক জল্পনা শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। কিন্তু সেই বিতর্ক মিটে গিয়েছে, সোশ্যাল মিডিয়াতে ফাঁস হয়ে গিয়েছে ঈশানের জন্ম পরিচয়পত্র। জানা গিয়েছে যশ দাসগুপ্তই নুসরত পুত্রের বাবা।
এরপর নানা কথা উঠলেও অবিচলিত থেকেছেন অভিনেত্রী। সন্তানের জন্মের পর আবার কাজেও ফিরেছেন অভিনেত্রী। যশ ও নুসরত দুজনেই নিজেদের অভিনয়ের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার মাঝেই ঈশানকে সময়ও দিচ্ছেন।
দেখতে দেখতে ঈশানের জন্মের ১ মাস পূর্ণ হয়ে গেল। গত মাসের ২৬শে অগাস্ট কলকাতার এক বেসরকারি হাসপাতালে জন্ম হয়েছিল নুসরতপুত্র ঈশানের। এরপর কেটে গিয়েছে ১ মাস, তাই বাড়িতেই হয়ে গেল খুদের ১ মাসের জন্মদিনের সেলিব্রেশন। কেক কেটেই হয়েছে সেলিব্রেশন। সোশ্যাল মিডিয়াতে সেই ছবি শেয়ার করেছেন মা নুসরত।
এদিন নুসরতের ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা গেছে ঈশানের ১ মাসের জন্মদিনের কেক। হালকা নীল রঙের একটি কেক পাঠিয়েছেন নুসরতের বান্ধবী প্রভা আগরওয়াল। কেকের মধ্যে আকাশের মেঘ থেকে চাঁদ তারা সবই রয়েছে। স্টোরিতে কেকের ছবি পোস্ট করতেই শুভেচ্ছায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া। ঈশানের ১ মাসের জন্মদিনে শুভেচ্ছার ঢল নেমেছে নুসরতের সোশ্যাল মিডিয়াতে।
প্রসঙ্গত, নুসরতের মা হবার পর থেকেই নেটিজেনরা একপ্রকার নিশ্চিত ছিলেন যে যশই নুসরতের সন্তানের বাবা। এরপর পরিচয় পত্র প্রকাশ পেতেই সেই অনুমান সত্যি হয়। এদিকে জন্মের পরেই খুদে সেলেব্রিটিতে পরিণত হয়েছে ঈশান। ২৬শে অগাস্ট জন্ম নেবার পর দিনেই সোশ্যাল মিডিয়াতে ঈশানের নামে তৈরী হয়েছে ফ্যান পেজ। দিনে দিনে বেড়েই চলেছে সেই পেজের অনুগামীর সংখ্যা।