জন্ম সার্ধশতবর্ষে মৃণালকে শ্রদ্ধা কৌশিকের! ‘খারিজ’-এর স্মৃতি নিয়ে বড়পর্দায় আসছে ‘পালান’

মন্টি শীল, কলকাতা : সম্প্রতি বিনোদন জগতে বিপুল সাড়া ফেলেছে একের পর এক সিনেমা। তালিকায় রয়েছে বলিউড থেকে দক্ষিণী সিনেমা। তবে তালিকায় বাদ নেই স্বয়ং টলিউডও। ইদানিং কালে টলিউডের কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’র অনুকরণে তৈরি সিনেমা ‘অপরাজিত’ এর খবর সামনে আসে। এমনকি খুব সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে প্রয়াত টলিউড অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষ সিনেমা ‘বেলাশুরু’। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে বাঙালি সিনেমা প্রেমিদের মনে।

এইবার এই উত্তেজনা এবং আনন্দকে আরও একধাপ বাড়িয়ে তুলেছেন টলিউডের জনপ্রিয় পরিচালক কৌশিক গাঙ্গুলী (Director Kaushik Ganguly)। আগামী বছর পালিত হতে চলেছে টলিউডের কিংবদন্তি পরিচালক মৃণাল সেন (Mrinal sen)এর জন্ম সার্ধশতবর্ষ। আর সেই উপলক্ষে তার জীবন নিয়ে তৈরি সিনেমার কথা ঘোষণা করলেন টলিউড পরিচালক। জানা গিয়েছে, ১৯৯২ সালে মুক্তি পেয়েছিল পরিচালক মৃণাল সেন পরিচালিত সিনেমা ‘খারিজ’ (Kharij)। সেই জনপ্রিয় সিনেমার আদলেই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘পালান’ (Palan)।

20c22

আরও পড়ুন ….“একদিন পাব খাঁটি ভালোবাসা”, পল্লবীর বিদায়ে কানে বাজে Didi No 1-এর মঞ্চে তাঁর শেষ বক্তব্য
আরও পড়ুন ….যৌন লালসার জন্যই শ্রীঘরে সাগ্নিক, সামনে এল আরও এক প্রেমিকার নাম

সম্প্রতি পরিচালক মৃণাল সেন এর পুত্র কুনাল সেন সোশ্যাল মিডিয়াতে এই আসন্ন সিনেমার কথা ঘোষণা করেছেন। জানা গিয়েছে এই সিনেমাটিতে অভিনয় করতে দেখা যাবে, টলিউড অভিনেতা অঞ্জন দত্ত, অভিনেত্রী মমতা শঙ্কর, শ্রীলা মজুমদার, অভিনেতা যীশু সেনগুপ্ত এবং পাওলি দামকে। প্রমোদ ফিল্মস অ্যান্ড বিগ ডে- এই সিনেমাটির প্রযোজনা করেছেন। দর্শকরা খারিজ সিনেমার মূল চরিত্র দেবব্রতকে নতুন রূপে ফুটিয়ে তোলা হয়েছে পালান সিনেমাতে।

আরও পড়ুন ….তবে আবার কি সেরার সেরা মিঠাই? কী বলছে এই সপ্তাহের TRP লিস্ট

জানা গিয়েছে এই সিনেমাটির মূল গল্পের উৎস হল কলকাতা শহরে বসবাসরত এক পরিবারের। সম্প্রতি এই সিনেমা সংক্রান্ত সমস্ত চরিত্র এবং তার লুক জনসমক্ষে প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে তারকাদের লুক বড়ই সাদামাটা। সম্ভবত ২০২৩ সালে এই সিনেমাটি মুক্তি পেতে চলেছে। কিন্তু সিনেমার তারকাদের লুক সামনে আসার পর রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। দর্শক মহলের মধ্যে। বিপুল পরিমাণ উৎসাহ ধরা পড়েছে সিনেমা প্রেমিদের মধ্যে। অনেকেরই ধারণা মুক্তি পাওয়ার আগে এমন জনপ্রিয়তা পেলে, সিনেমাটি মুক্তি পাওয়ার পর কি ধরনের সফলতা অর্জন করতে চলেছে সেটাই দেখার।




Leave a Reply

Back to top button