কফিতে বিষ! তবে কি এবার ভালোবাসাকে ধরে রাখতে প্রাণ হারাবে রঞ্জা? চিন্তায় পিলু অনুরাগীর

তুমি বুনো ওল হলে আমিও বাঘা তেঁতুল- ঠিক এমন ভাবেই জমে উঠেছিল রঞ্জা মল্লারের টক্কর। ইতিমধ্যেই বেশ জনপ্রিয় জি বাংলার পিলু ধারাবাহিক। আহির-পিলুর স্নিগ্ধ ভালোবাসার চেয়ে এখন বেশি পপুলার রঞ্জা-মল্লারের টক-ঝাল কেমিস্ট্রি। নেগেটিভ রোল দিয়ে শুরু হলেও রঞ্জা এখন সকলের পছন্দের পাত্রী। কিন্তু তার কপালেই নাচছে ঘোর শনি। তাই নতুন প্রোমো সামনে আসতেই হঠাৎ ছন্দপতন ধারাবাহিকের। কি হয়েছে রঞ্জার?

পিলু ধারাবাহিকের একদিকে বদরাগী একগুঁয়ে মল্লার আর তাকেই পাল্লা দিতে মাথাভরা দুর্বুদ্ধি নিয়ে হাজির রঞ্জা। রঞ্জিনীকে ঠকিয়ে বিয়ে করে তার সব সম্পত্তি কেড়ে নিয়েছে মল্লার। এমনকী রঞ্জার পরিবারকে বাড়ি ছাড়া করে মল্লার নিজের পরিবারকে নিয়ে সুরমণ্ডলের দখল নিয়েছে। কিন্তু হাজার চেষ্টা করেও রঞ্জাকে শায়েস্তা করতে পারছে না মল্লার। উল্টে রঞ্জার জেদ আর দুষ্টুবুদ্ধিতে জেরবার হয়ে যাচ্ছে। কখনও ফুল সজ্জার নামে অপমান,তো কখনও হাউস পার্টি। বিয়ের অনুষ্ঠানে বরকে দিয়ে শাড়ির কুঁচি ধরানো থেকে চা পরিবেশন একগুঁয়ে বেয়ারা মল্লার কে দিয়ে কী কী সব কান্ড ঘটিয়েছে রঞ্জিনী ! সম্প্রতি বিধবা মল্লিকার সাথে রঙ্গনের বিয়ে দিয়ে বসু-মল্লিকদের অচলায়তনকে টুকরো টুকরো করেছে সাহসিনী রঞ্জা। আর এর মূল্য চোকাতে হচ্ছে রঞ্জাকে নিজের জীবন দিয়ে!

img 20220627 163613

প্রোমো আসতেই চমকে গিয়েছে দর্শক। দেখা যাচ্ছে একটি কফি শপে সময় কাটাচ্ছে রঞ্জা আর মল্লার। কফিতে চুমুক দিয়েই রঞ্জা বলে ‘দারুণ’। কিন্তু আচমকাই মল্লার ফাঁস করে তার চক্রান্তের কথা। সেই কফিতে আসলে বিষ মেশানো রয়েছে। এরপরই রঞ্জা অসুস্থ হয়ে পড়ে। মল্লার টেবিল ছেড়ে চলে যায়। মাথায় হাত রেখে রঞ্জা বলে ‘ভালোই হল, এই ভালোবাসার চেয়ে বিষই ভালো’। তবে কি রঞ্জার খুনসুটির মধ্যে আসলে লুকিয়ে ছিল প্রেম? আর এভাবেই ভালোবাসার বদলে বিষ খাওয়ালো মল্লার? যদিও রঞ্জার মুখে এই কথা শুনে আচমকাই থমকে যায় মল্লার। বিশ্বাসঘাতকতা করে মল্লার যে অদ্ভূত যন্ত্রণা পাচ্ছে সেটা ফুটে উঠে তার চোখে মুখে।

এই প্রোমো দেখেই রঞ্জার মৃত্যুর আশঙ্কায় ভুগছেন পিল ধারাবাহিকের অনুরাগীরা। কেউ বলছেন,‘সত্যি বড্ড অভাগিনী রঞ্জা। ওর কপালে ভালোবাসা নেই’। কেউ কেউ ভয়ে বলছেন, ‘ এই জন্য ছেলেদের বিশ্বাস নেই, ভালোবাসার বদলে এরা বিষ দিতেই জানে’, কেউ তো আবার সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন ‘বিয়েই করবেন না’। কমেন্ট বক্সে এমনই সব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে পিলু ভক্তদের। তবে কি সত্যি মরে যাবে রঞ্জা, সিরিয়ালে আর দেখা যাবে না তাকে? সূত্র বলছে, রঞ্জার বিশ্বাস ভেঙে পস্তাবে মল্লার। রঞ্জাকে হারিয়ে ফেলবার ভয় থেকেই সেও রঞ্জাকে ভালোবেসে ফেলবে।




Leave a Reply

Back to top button