কফি হাতে ‘হানিমুন’ মেজাজে পিয়া…কোথায় পরম?

বিয়ের পর থেকেই বহু চর্চিত পরম-পিয়া জুটি। একেই তো গায়ক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী, তার উপর আবার সেই প্রাক্তনের বন্ধুকেই বিয়ে, সবমিলিয়ে বাংলায় 'মোস্ট সার্চড'এ থাকলেও থাকতে পারে তাঁর নাম।

একেই আচমকা বিয়ের খবর। তার উপর আবার পরমব্রতর (Parambrata Chatterjee) নিজেরই বন্ধুর প্রাক্তন স্ত্রীকে নিয়ে ঘর বাঁধা। এই কয়েকদিন চর্চিত জুটি কিন্তু তাঁরাই। এই যে দিকে দিকে এত চর্চা, আলোচনা ও তাঁদের নিয়ে সমালোচনা, কিছুতেই পাত্তা দেননি দুজনের কেউ। আর এদিকে অনুপম (Anupam Roy) সময় দিচ্ছেন নিজের পরিবারকে। কয়েকদিন আগে ভাইজাগে (Vizag) ছুটি কাটাতেও ধরা দেন তিনি। আবার এরই মাঝে নিজের সোশ্যাল মিডিয়ায় কফি হাতে মাথায় টুপি দিয়ে একটি ছবি শেয়ার করেছেন পিয়া চক্রবর্তী (Piya Chakraborty), ছবির উপরে লেখা ‘হাই ডাবলিন’ (Hi Dublin), সঙ্গে আবার ক্রিসমাস ট্রি’এর ইমোজি।

Parambrata Chatterjee,ParamPiya,Parambrata Piya Marriage,Parambrata Marriage,Dublin,Anupam Roy,kiff,Kolkata,Tollywood
ইনস্টাগ্রামে এই ছবি শেয়ার করেছেন পিয়া চক্রবর্তী

বিয়ের পরেরদিনই হাসপাতালে ছুটতে হয়েছিল পিয়াকে। কিডনিতে পাথর থাকায় অস্ত্রপোচার সেরে গত বৃহস্পতিবার বাড়ি ফেরেন। আবার ডাবলিনের উদ্দেশ্যে রওনা। তবে কি হানিমুন? তবে ডাবলিনে পরব্রত রয়েছেন কিনা জানা যায়নি।

এদিকে, আজ শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF 2023)। আজই শুভ সূচনা। অনুষ্ঠানের উদ্বোধনীতে জুন মালিয়ার (June Malia) সঙ্গে সঞ্চালনা করতে দেখা যায় পরমব্রতকে। কিন্তু আজ তিনি থাকছেন না। হয়ত হানিমুনে পাড়ি দেবেন, তাই উদ্বোধনে সঞ্চালনার দায়িত্ব থেকে সাময়িক অবসর নিলেন। তবে শেষদিন পরমকে দেখা যাবে ফের সঞ্চালক হিসেবে।




Leave a Reply

Back to top button