টলিউডে পা রাখছেন ওপার বাংলার অপূর্ব! ‘চালচিত্রে’ হাতেখড়ি খ্যাতনামা অভিনেতার
টলিপাড়ার বাংলা ছবি 'চালচিত্রে' অভিনয় করতে চলেছেন ওপার বাংলার খ্যাতনামা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

পূর্বাশা, হুগলি: ওপার বাংলার খ্যাতনামা অভিনেতা
জিয়াউল ফারুক অপূর্ব। একাধিক ছবি ও নাটকে
দর্শকদের মন কেড়েছেন তিনি। এপার বাংলাতেও তাঁর জনপ্রিয়তা কোনো অংশে কম নয়। আর সেই জনপ্রিয়তার হাত ধরেই এবার টলিউডে পা রাখতে চলেছেন অভিনেতা অপূর্ব। আসন্ন বাংলা ছবি ‘চালচিত্রে’ দেখা যাবে তাঁকে। জানা যাচ্ছে, এই মূহুর্তে জোরদার কাজ শুরু হয়েছে ছবির। আর শ্যুটিংয়ের জন্য কলকাতায় রয়েছেন বাংলাদেশি অভিনেতা।
আজকাল টলিপাড়ার একাধিক ছবি ও ওয়েব সিরিজে দেখা যায় বহু বাংলাদেশি অভিনেতা ও অভিনেত্রীদের। দুই বাংলার মেলবন্ধন এতে আরও দৃঢ় হচ্ছে বলেই মনে করছে সিনেমহল। সংবাদ মাধ্যমের কাছে অপূর্ব জানিয়েছিলেন, বাংলা ছবিতে কাজ করার আকাঙ্ক্ষা তাঁর ছিলই। তাই এবার সুযোগ আসতেই তা আর হাতছাড়া করতে চাননি অপূর্ব। প্রতিম ডি গুপ্তর ছবিতে ডেবিউ করবেন তিনি।
এর আগেই জানা গিয়েছিল, আসন্ন ‘চালচিত্র’ ছবিতে অভিনয় করবেন বলিউডের প্রখ্যাত অভিনেতা শান্তনু মহেশ্বরী। আর এবার তাঁর পাশে এলেন বাংলাদেশের অপূর্ব। এছাড়া টোটা রায়চৌধুরি, স্বস্তিকা দত্ত-সহ আরও অনেক টলিপাড়ার পরিচিত মুখকে দেখা যাবে এই ছবিতে। বাংলায় অপূর্বর ক্রেজ কম নয়। তাই নতুন ছবিতে অভিনেতাকে দেখতে উৎসাহী অপূর্ব প্রেমীরা।