সমাজ থেকে রাজনীতি, সবেতেই কথার ফুলঝুরি! শ্রীলেখা-শ্রাবন্তীদের পড়াশোনা কতদূর জানেন?
টালিগঞ্জের প্রথম সারির নায়িকারা কে কতদূর পড়াশোনা করেছেন।

ইংরেজিতে একটা কথা আছে, ‘বিউটি উইথআউট ব্রেন’। বেশি সুন্দরী হলে নাকি বুদ্ধিশুদ্ধি কম হয়। না, এমন আপ্তবাক্যকে সত্যি মানার কোনও অর্থ নেই। অনেক রূপবতীই উচ্চশিক্ষিত। তাদের বোধবুদ্ধিও যথেষ্ট।
কেউ বলতেই পারেন, হঠাৎ এসব প্যাঁচাল পাড়ার মানে কী? আসলে গতকাল শুক্রবার টলিউডে বেশ কয়েকটা সিনেমা রিলিজ হয়েছে। তাই শনিবারের বারবেলায় বাংলা সিনেদুনিয়ার সুন্দরী নায়িকাদের শিক্ষাগত যোগ্যতা ঘেঁটে দেখার সাধ জাগল আর কী!
তারকাদের ব্যক্তিগত খবর নিয়ে কৌতূহলের অন্ত নেই। তাই ‘দ্য বেঙ্গলি ক্রনিক্যালস’ খুঁজে দেখার চেষ্টা করল, টালিগঞ্জের প্রথম সারির নায়িকারা কে কতদূর পড়াশোনা করেছেন।
ঋতুপর্ণা সেনগুপ্ত: নব্বইয়ের দশকের সুপারস্টার। প্রসেনজিতের সঙ্গে তাঁর রসায়ন নিয়ে আজও চর্চা চলে টালিপাড়ার অলিগলিতে। অভিনয়ের পাশাপাশি ঋতুপর্ণা পড়াশোনাতেও তুখোড়। লেডি ব্রেবোর্ন থেকে ইতিহাসে স্নাতক।
স্বস্তিকা মুখোপাধ্যায়: নিন্দুকেরা বলেন, সব ব্যাপারে মতামত দেওয়া স্বস্তিকার স্বভাব। সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হন। তবে সবচেয়ে বেশি চর্চায় থাকে তাঁর অভিনব সব পোশাক। যাইহোক, স্বস্তিকাও যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক।
শ্রীলেখা মিত্র: অভিনয়ের পাশাপাশি তিনি সক্রিয় রাজনীতিবিদ। না, ভোটে দাঁড়ান না বটে, তবে বামেদের মিটিং মিছিলে তাঁকে হামেশাই দেখা যায়। নিজেকেও সক্রিয় পার্টি কর্মী বলে পরিচয় দেন। এহেন শ্রীলেখা জয়পুরিয়া কলেজ থেকে স্নাতক। এরপর স্নাতকোত্তর করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে।
কোয়েল মল্লিক: রঞ্জিত মল্লিকের কন্যা। তবে এটাই তাঁর একমাত্র পরিচয় নয়। নিজের অভিনয় গুণেই দর্শক মনে জায়গা করে নিয়েছেন কোয়েল। পড়াশোনাতেও মেধাবী। গোখেল মেমোরিয়ালে সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছেন কোয়েল।
মিমি চক্রবর্তী: অভিনয়ের পাশাপাশি রাজনীতি দুনিয়ার পরিচিত মুখ তিনি। বর্তমানে শাসক দলের সাংসদ। মিমি আশুতোষ কলেজ থেকে স্নাতক।
শুভশ্রী: বর্তমানে টলিউডের নায়িকা বললে যে নামটা সবার প্রথমে মনে আসে সেটা শুভশ্রী। তিনি আবার রাজ চক্রবর্তীর ঘরণীও। শুভশ্রী ম্যানেজমেন্টে স্নাতক।
নুসরত জাহান: নুসরতও রাজনীতির দুনিয়ায় পরিচিত নাম। নানা কারণে বিতর্কেও থাকেন। জনপ্রিয় এই অভিনেত্রী ভবানীপুর কলেজ থেকে বিকম পাশ করেছেন।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়: সায়ন্তিকা অভিনেত্রী হলেও রাজনীতিও করছেন চুটিয়ে। একসময় নায়িকা হিসেবে বড়পর্দা কাঁপিয়েছেন। জানা যাচ্ছে, সায়ন্তিকা সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক।
পাওলি দাম: টলিউডের পাশাপাশি বলিউডেও চুটিয়ে অভিনয় করছেন পাওলি। পড়াশোনাতেও তুখোড়। রাজাবাজার কলেজ থেকে রসায়নে স্নাতকোত্তর।
শ্রাবন্তী চট্টোপাধ্যায়: স্কুলে পড়তে পড়তেই অভিনয়ে হাতেখড়ি। শিশুশিল্পী হিসেবে কাজ শুরু করেন। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া চললেও পড়াশোনার বিষয়ে বিশেষ কিছু জানা যায় না।