আর ছোট নেই ওরা, এখন অনেক বড়! জানেন কি কেমন দেখতে হয়েছে পটল-রাখি-বন্ধন-ভুতুদের? রইল ছবি

প্রত্যুষা সরকার, কলকাতা : প্রতিটি ধারাবাহিকের অন্যান্য চরিত্র গুলির মতো ধারাবাহিকের খুদে চরিত্র গুলিও দর্শকের কাছে অত্যন্ত জনপ্রিয় ( Bengali Serials Children )। ওই ছোটো ছোটো বাচ্চা গুলিই কখনও কখনও হয়ে ওঠে ধারাবাহক গুলির প্রাণ। যে কোনও ধারাবাহিকের এই শিশু চরিত্রগুলি আলাদাভাবে জায়গা করে নেয় দর্শক মনে। বাংলা ধারাবাহিক জগতে এমন অনেক সিরিয়াল আছে যেগুলির মূল আকর্ষণই থাকে শিশু চরিত্র।

তাঁদের দুষ্টু মিষ্টি অভিনয় প্রেমে ফেলে দেয় দর্শকদের। খুদেদের অভিনয়ের জাদু যেন ভালোবাসার চক্রব্যূহে ঘোরায় দর্শকদের। তাই ধারাবাহিক শেষ হয়ে গেলেও মনে থেকে যায় ক্ষুদেদের কথা। বাংলা ধারাবাহিকে এমন অনেক শিশু চরিত্র আছে যাদেরকে বেশ কয়েক বছর আগে ছোট পর্দায় দেখা গেলেও এখন আর তেমন দেখা মেলে না ( Bengali Serials Children )। কিন্তু, দর্শকের মনে এখন সেই আগের স্থানেই রয়ে গেছে। চলুন দেখে নেওয়া যাক বাংলা ধারাবাহিকের সেই সব ক্ষুদে বাচ্চা গুলি এখন কেমন দেখতে হয়েছে এবং সাথে আর কী করছে তারা।

img 20220623 134347

কয়েক বছর আগে স্টার জলসার পর্দায় শুরু হয়েছিল সিরিয়াল ‘পটলকুমার গানওয়ালা’। সেই ধারাবাহিকের মুল চরিত্রটিই ছিল পটল ওরফে হিয়া। পটল এর চরিত্রে অভিনয় করে দর্শকদের কাজ থেকে ব্যপক ভালোবাসা পেয়েছিল হিয়া। হিয়ার পুরো নাম হিয়া দে। অভিনেত্রীর ডাক নাম দুষ্টু। সেই ছোট্ট পটল এখন অনেক বড়ো ( Bengali Serials Children )। জিডি বিড়লা স্কুলে ক্লাস সেভেনে পড়ছে হিয়া। পড়াশোনার পাশাপাশি অভিনয়ও করছে হিয়া।

img 20220623 132828

ভুতুকে কে ভুলতে পারে! আট থেকে আশি সকলেই প্রিয় ছিল ভুতু। ভুতুর আসল নাম আর্শিয়া মুখার্জি। আর্শিয়া নামটি না জানলেও ভুতু বলে এক কথায় সবাই চেনে তাকে। ভুতুর চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল আর্শিয়া ( Bengali Serials Children )। শুধু বাংলা নয় ভুতু সিরিয়ালটি হিন্দিতে বানানো হলে তাতেও অভিনয় করে আর্শিয়া। তবে বর্তমানে অভিনয় থেকে নিজেকে দূরে রেখেছে আর্শিয়া। জিডি বিড়লা স্কুলের ক্লাস সেভেনের ছাত্রী সকলের প্রিয় ভুতু।

img 20220623 132714

স্টার জলসার আরও এক জনপ্রিয় ধারাবাহিক রাখি বন্ধন। এই ধারাবাহিকে দেখানো হয়েছিল দুই ভাই বনের গল্প। ধারাবাহিকে বন্ধন চরিত্রটা যেভাবে বোনের যত্ন নিত, তা দেখে চোখে জল এসে যেত দর্শকের। আর এই বন্ধনের চরিত্রে অভিনয় করেছিলেন শিশুশিল্পী সোহম ( Bengali Serials Children )। বর্তমানে কলকাতার সাউথ পয়েন্ট স্কুলে পড়াশোনা করছে সে।

img 20220623 133000

রাখি বন্ধন ধারাবাহিকেরই আরও এক মিষ্টি চরিত্র রাখি। রিল লাইফে বন্ধনের বোন রাখি। ছোটো ওই শিশু তার মিষ্টি অভিনয় দিয়ে মন জয় করে নেয় একাধিক দর্শকের। রিল লাইফে রাখি রিয়েল লাইফে কৃতিকা চক্রবর্তী। বর্তমানে যাদবপুর বিদ্যাপীঠ স্কুলে পড়ছে সে।

img 20220623 133749

 

স্টার জলসার ধারাবাহিক কে আপন কে পর সিরিয়ালের জবার ছোট মেয়ে কুহুর চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেত্রী তানিস্কা তিওয়ারিকে। অভিনয়ের পাশাপাশি ভালো নাচ করে সে। জি বাংলার ডান্স রিয়েলিটি শো-তেও অংশ নিতে দেখা গিয়েছে তাকে ( Bengali Serials Children )। তার বয়স এখন ১৩ বছর। ক্লাস সেভেনে পাঠরত শিক্ষার্থী তানিস্কা।




Leave a Reply

Back to top button