টনিকের পর এক পর্দায় দেব-পরাণ

প্রধান ২২ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে। অভিনেতা দেব আরও একবার দর্শকদের 'ইমপ্রেস' করতে প্রস্তুত

প্রধানের ট্রেলার দেখে মনে হচ্ছে দেব এবং পরাণ বন্দোপাধ্যায় ২০২১ সালের টনিক চলচ্চিত্রে তাঁদের শেয়ার করা অন স্ক্রিন কেমিস্ট্রি ফের তৈরি করতে প্রস্তুত। অভিজিৎ সেন (Abhijit Sen) পরিচালিত, ‘প্রধান’ একটি সামাজিক সিনেমা যা সম্পর্কের মূল্যবোধ এবং নানান সামাজিক বিষয় তুলে ধরবে।

এই বিষয়ে অভিনেতা দেব বলেন, ”আমি এর আগে প্রধানের মতো একজন পুলিশ ইন্সপেক্টরের চরিত্রে অভিনয় করিনি। একজন পুলিশ অফিসারের এই চরিত্রটি অনেক বেশি বাস্তবের সঙ্গে জড়িত। তাঁর ভিন্ন মানসিকতার সঙ্গে টেক্কা দেওয়ার জন্য প্র্যাকটিস করেছি। খুব সতর্ক ছিলাম যে ছবিটি যেন ব্যোমকেশ বক্সী বা বাঘা যতীনের মতো না হয়। এই সিনেমা সামাজিকভাবেও প্রাসঙ্গিক।’ উল্লেখ্য, দেব এখানে পুলিশ অফিসার ‘দীপক প্রধানে’র চরিত্রে অভিনয় করেছেন।

প্রধানের কাস্টে রয়েছেন সোহম চক্রবর্তী (Soham Chakraborty), অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty), মমতা শঙ্কর (Mamata Shankar), সুজন মুখোপাধ্যায় (Sujan Mukherjee), বিশ্বনাথ বসু (Biswanath Basu), অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya), কোনিনীকা ব্যানার্জী (Kanineeka Banerjee) এবং সৌমিত্রিষা কুন্ডু (Soumitrisha Kundu)।

‘দেব এবং পরান বন্দোপাধ্যায়ের মধ্যে কেমিস্ট্রি এই সিনেমাকে আরও উন্নত করবে বলে আশা করছি। আমি আত্মবিশ্বাসী যে সোহম এবং অনির্বাণ চক্রবর্তীর অভিনয় দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখবে,’ বলেন অভিজিৎ সেন।

প্রধান ২২ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে। অভিনেতা দেব আরও একবার দর্শকদের ‘ইমপ্রেস’ করতে প্রস্তুত। পরিচালক অভিজিৎ সেনের সঙ্গে ‘প্রধান’-এর জন্য জুটি বাঁধছেন। সোমবার বিকেলে ট্রেলারটি অনুরাগীদের ভালোবাসা পায়। তবে ‘মিঠাই’ চরিত্রে ছোট পর্দায় সাফল্যের জন্য পরিচিত সৌমিত্রীশা, দীপক প্রধানের স্ত্রীর ভূমিকার মাধ্যমে পা দিতে চলেছেন টলিউডের দুনিয়ায়।




Leave a Reply

Back to top button