বিয়ের পরই ভোলবদল! সদ্য বিবাহিত বউকে ছেড়ে বান্ধবীকে নিয়েই মত্ত প্রান্তিক

তাঁদের সাধারণ বিয়ের ছবি দেখে নেটিজেনরা একেবারে উচ্ছ্বসিত। অনেকের মত বিয়ে হলে এরকমই হওয়া উচিৎ। ইয়ং জেনারেশন তো মডেল বিয়ে হিসাবে ধরেই নিয়েছে এটাই। সব মিলিয়ে যেন এক মোহময় বিয়ে ( Parntik Ankita Marriage )। কিন্তু বিয়ের ৫ দিনের মাথাতেই একি দৃশ্য? প্রান্তিক তার সদ্য বিবাহিত স্ত্রী অঙ্কিতাকে বাদ দিয়ে ছবি পোস্ট করছেন বান্ধবী অর্পিতাকে নিয়ে? নেটিজেনরা এবারে ভাবছেন হলটা কি? বিচ্ছেদ, বিরহ নাকি অন্য কিছু? সব মিলিয়ে রহস্যে ভাসছে নেটজগত।
আসলে বড়পর্দায় নতুন সম্পর্কের গল্প নিয়ে আসছেন পরিচালক শিলাদিত্য মৌলিক ( Shiladittya Bhoumik New Movie)। আগামী ১৩মে মুক্তি পাবে নতুন বাংলা ছবি ‘হৃদপিণ্ড’। সদ্যই মুক্তি পেয়েছে ছবির নতুন গান ‘মন কেমনের জন্মদিন। রণজয় ভট্টাচার্যের কথা ও সুরে গানটি গেয়েছেন মেখলা দাশগুপ্ত।‘হৃদপিণ্ড’-তে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সাহেব চট্টোপাধ্যায়,অর্পিতা চট্টোপাধ্যায়।পাশাপাশি দেখা যাবে প্রান্তিক বন্দ্যোপাধ্যায়কেও। আর ছবির মাঝেই বিয়ে। বিয়ের মাঝেই ছবি পোস্ট। হ্যাঁ, মন কেমনের জন্মদিন গানের একটি স্নাপশট পোস্ট করেছেন প্রান্তিক। যেখানে বুম্বা-পত্নীর সাথে অন্তরঙ্গ হয়ে দোলনায় দোল খাচ্ছেন তিনি। আর নেটিজেনদের ভালবাসাও কুড়চ্ছেন অভিনেতা।
View this post on Instagram
প্রথমে সিরিয়াল তারপর সিনেমা, সবেতেই অনবদ্য প্রান্তিক। বাঙালী মেয়েদের হার্টথব যখন অঙ্কিতার সাথে বিয়ের বাধনে লিপ্ত হয়েছেন তখন তাদের বিয়ের ছবি মন ছুঁয়েছে ভক্তদের। ২০১৯ সালে সোয়েটার ছবির দুর্দান্ত সাফল্যের পর এবার বড়পর্দায় আসছে শিলাদিত্য মৌলিকের ছবি ‘হৃদপিণ্ড’ ( Prantik New Movie )। পাশাপাশি মুক্তির অপেক্ষায় রয়েছে ‘চিনে বাদাম’-ও। সেই ছবিও মুক্তি পাবে কিছুদিনের মধ্যেই। শিলাদিত্যর ‘চিনে বাদাম’-এ জুটি বেঁধেছেন যশ দাশুগুপ্ত ও এনা সাহা। তবে তার আগে পর্দায় আসছে হৃদপিণ্ড।
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। এবার প্রকাশ্যে এল ছবির নতুন গান ‘মন কেমনের জন্মদিন’। ২০১৯ সালে ঘোষণা হয়েছিল শিলাদিত্য মৌলিকের ছবি ‘হৃদপিণ্ড’-র। কিন্তু করোনা অতিমারীর জন্য পিছিয়ে যায় ছবির কাজ। মুখ্য চরিত্রে অভিনয় করছেন অর্পিতা চট্টোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায় ও প্রান্তিক বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই সামনে এলো ছবির টিজার। কান সিং সোধার প্রযোজনা সংস্থা, কেএসএস প্রোডাকশনস অ্যান্ড এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে ‘হৃদপিণ্ড’। এছাড়াও ছবিতে দেখা যাবে অনন্যা সেনগুপ্ত, অনুভব কাঞ্জিলাল, অভি মিত্র, ডাঃ দীপান্বিতা হাজারী, সুব্রত গঙ্গোপাধ্যায়, প্রদীপ চক্রবর্তী সহ অন্যান্যদের। আগামী ১৩ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।
আরও পড়ুন- সত্যজিৎ এর একটা ছবিও পছন্দের নয়! বিস্ফোরক মন্তব্যের জেরে বিতর্কে ‘গান্ডু’ পরিচালক
আর্যা, সোমক ও ঋকের প্রেমের গল্প ‘হৃদপিণ্ড’। এই প্রেমকে ঠিক ত্রিকোণ না বলা গেলেও,যেন একই সম্পর্কের সুতোয় বাঁধা তিনটি মানুষের জীবন। ছবির চিত্রনাট্য অনুযায়ী, আর্যা সায়েন্স কলেজে পড়ান। স্বামী সোমককে নিয়ে তাদের সুখী পরিবার। সোমক তার স্ত্রীয়ের প্রতি অত্যন্ত যত্নশীল। সব ঠিক চলছিল…কিন্তু একদিন হঠাৎই আর্যা একটি অদ্ভুত পরিস্থিতির সামনে পড়ে। ঠিক যেন অতীতে ফিরে যায় , যখন ঋকের প্রেমে পাগল ছিল সে। সে সময় তাদের ভালোবাসা ছিল অত্যন্ত আবেগপূর্ণ। তিনজনের মধ্যেই তৈরি হয় মানসিক দ্বন্দ্ব।
View this post on Instagram
কীভাবে যেন একে অপরের সঙ্গে জড়িয়ে পড়ে তারা। মানসিকভাবে ভেঙে পড়ে নিজের সত্যিকারের ভালোবাসার কাছে যাবে আর্যা? নাকি তার ‘হৃৎপিণ্ড’ ক্রমে পরিণত হবে নিছক পেশীতে, যেখানে সে কোনও আবেগ অনুভব করতে অক্ষম? এই সব প্রশ্নের উত্তর মিলবে ছবিতে। ‘হৃদপিণ্ড’-র সঙ্গীত পরিচালনা করছেন রণজয় ভট্টাচার্য। ইতিমধ্যে দারুণ জনপ্রিয় হয়েছে ছবির ‘মন কেমনের জন্মদিন’ গানটি। শিলাদিত্য মৌলিক পরিচালিত ‘সোয়েটার’ দর্শকমহলে অত্যন্ত প্রশংসিত। এছাড়াও তাঁর হাতে রয়েছে ‘থ্রি কোর্স মিল’, ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’, ‘রেডিও’, ‘ছেলেধরা’ সহ আরও বেশ কয়েকটি ছবি। সব মিলিয়ে এই ছবি থেকে দর্শকদের প্রত্যাশা অনেকটাই।
আরও পড়ুন- তলানিতে TRP, শেষ হতে চলল সর্বজয়া, হার মানতে হল জাতীয় পুরস্কারজয়ী দেবশ্রী রায়কেও