‘অযোগ্য’র হাত ধরে ফিরছে প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি

পোস্টার রিলিজ করতেই কার্যত উপচে পরে লাইক ও কমেন্ট। এতেই বোঝা যায়, সেই 'চার্ম' হারিয়ে ফেলেননি এককালের 'সুপারহিট' এই জুটি।

‘প্রাক্তন’ থেকে একেবারে ‘অযোগ্য’ প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি। এককালের মশালা মুভি’র ফেমাস এই জুটি। ফের আসছে বাংলার পর্দায়। এই ছবি হতে চলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee) ও ঋতুপর্ণা সেনগুপ্তের (Rituparna Sengupta) কেরিয়ারের ৫০তম ছবি। ‘অযোগ্য’র পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Gamgopadhyay)।

বুধবার কলকাতার এক রেস্তরাঁয় প্রকাশ্যে এল ছবির ফার্স্ট লুক পোস্টার। উপস্থিত ছিলেন ঋতুপর্ণা ও প্রসেনজিৎ উভয়েই। সুরিন্দর ফিল্মসের (Surinder films) প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি। পোস্টার রিলিজে বিশেষ অতিথি হিসাবে হাজির ছিলেন এসভিএফ (svf)-এর কর্ণধার শ্রীকান্ত মোহতা (Srikanta Mahota)।

১৫ বছর পর ‘প্রাক্তন’-এ এক হয়েছিলেন এককালে সুপারজুটি। সেটাই ছিল ব্লকবাস্টার কামব্যাক। কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘দৃষ্টিকোণ’ ছবিতে অভিনয় করেন তাঁরা। মাঝে গেছে প্রায় ৫ বছর।

‘অযোগ্য’র প্রথম লুকে দেখা গেল পুরীর সমুদ্রের সামনে দাঁড়িয়ে প্রসেনজিৎ-ঋতুপর্ণা। নায়িকার পরনে লাল শাড়ি। নায়ক পরে কালো হাফ শার্ট আর ডেনিম। ফার্স্ট লুক রিলিজের সময় প্রসেনজিৎ, ঋতুপর্ণা উভয়েই বললেন, সিনেমার ইতিহাসে আর কোনও অভিনেতা অভিনেত্রী জুটি হিসেবে ৫০ টি ছবি একসঙ্গে করেছেন, তা জানা নেই আমাদের। বাংলা ছবির তো বটেই, খুব সম্ভবত ভারতীয় ছবির ক্ষেত্রেই এটি রেকর্ড।

অবশ্য এই জুটির নয়া সিনেমার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। পোস্টার রিলিজ করতেই কার্যত উপচে পরে লাইক ও কমেন্ট। এতেই বোঝা যায়, সেই ‘চার্ম’ হারিয়ে ফেলেননি এককালের ‘সুপারহিট’ এই জুটি।




Leave a Reply

Back to top button