টলি-বলি মিলিয়ে একের পর এক বড় চমক বিনোদিনীতে, নজরকাড়া কাস্টিংয়ে বাজিমাত

ফের বড় পর্দায় নটী বিনোদিনী উপাখ্যান, নেপথ্যে প্রসেনজিৎ!

কলকাতা: বড় পর্দায় নটী বিনোদিনী। পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের পরিচালনায় নাম ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে। বিনোদিনীর চৈতন্য বেশে তাঁকে দেখতেও বেশ চমৎকার লাগছে। বিভিন্ন কমার্শিয়াল লুকে তাঁকে দেখা গেলেও এমন ভূমিকায় এই প্রথম রুক্মিণী। বড় পর্দায় নটী বিনোদিনী। পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের পরিচালনায় নাম ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে। বিনোদিনীর চৈতন্য বেশে তাঁকে দেখতেও বেশ চমৎকার লাগছে। বিভিন্ন কমার্শিয়াল লুকে তাঁকে দেখা গেলেও এমন ভূমিকায় এই প্রথম রুক্মিণী। কিন্তু টুইস্ট শোনা গেল সম্প্রতি। শোনা যাচ্ছে, বলিউডেও নাকি নটী বিনোদিনীকে নিয়ে সিনেমা হতে চলেছে। আর সেখানে দেখা যেতে পারে কঙ্গনা রানাওয়াতকে। আর জানেন ক্যামেরার পিছনে কে রয়েছেন? নামটা শুনলে চমকে যাবেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পরিচালনা করতে চলেছেন নটী বিনোদিনীর জীবন-নির্ভর ছবি।

ACTOR PROSENJI CHATTERJEE,RAMKAMAL,RUKMINI MITRA,TOLLYWOOD,Bollywood,Noti Binodini

 

মূলত, প্রসেনজিৎ যে পরিচালনায় ফিরবেন সে কথা নিজের জন্মদিনেই ঘোষণা করেছিলেন। আর সবকিছু ঠিকঠাক থাকলে সম্ভবত আগামী বছরই ক্যামেরার পিছনে অভিনেতাকে দেখা যাবে বলে মনে করা হচ্ছে। গত কয়েক দশকে প্রসেনজিৎকে নানা শেডের চরিত্রে অভিনয় করতে দেখেছেন দর্শকেরা। তাঁর প্রতিভা থমকে ছিল না টলিউডে, তিনি বলিউডেও তিনি পা বিছিয়েছেন। আর সেখানেও তিনি প্রশংসিত ও সম্মানিত। তবে এর আগেও প্রসেনজিৎকে পরিচালকের দায়িত্ব নিতে দেখা গিয়েছিল। নব্বইয়ের দশকে পুরুষোত্তম নামে একটি ছবি পরিচালনা করেছিলেন তিনি, যেখানে তিনি নিজেই দেবশ্রী রায়ের বিপরীতে ছিলেন। তবে এবার শুধুই পরিচালনা করবেন বলেই শোনা গিয়েছে।

 

ছবিতে প্রতিটা চরিত্রই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। নটীর বিপরীতে এমন সব চরিত্রের ভূমিকায় অভিনয় করার সুযোগে স্বাভাবিকভাবেই খুশি প্রত্যেকে। কৌশিক গঙ্গোপাধ্যায় থেকে রাহুল বোস প্রত্যেকেই আশাবাদী এ গল্পের বুনন মনে ধরবে দর্শকের। বিনোদিনী রুক্মিণী এই ছবির জন্য বলিউড ছবির অফারও ছেড়েছেন। বাংলার মানুষের এ ছবি মন কাড়বেই বলে আশাবাদী তিনি। অন্যদিকে, টলিউড-বলিউডকে এক ছাদের তলায় এনে অভিনয় করানোয় আশাবাদী সকলেই। প্রযোজক-অভিনেতা দেব অধিকারীও এ ছবির সঙ্গে যুক্ত থাকতে পেরে গর্ব অনুভব করছেন বলে টুইট করেন। একইসঙ্গে পরিচালকেরও ভূয়সী প্রশংসা করেন অভিনেতা। বলেন, “রামকমল কঠোর পরিশ্রম করেছেন ছবিটির জন্য।ইতিমধ্যেই ”শ্রীচৈতন্যের ভূমিকায় রুক্মিণীর পোস্টার ইতিমধ্যেই নজর কেড়েছে। অন্যদিকে এ ছবির জন্য টলিউডের রুক্মিণীর সঙ্গে তুলনা চলছে বলি কুইন কঙ্গনা রানাওয়াতেরও।




Leave a Reply

Back to top button