রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী! নিজের সৌন্দর্যে অন্য টলি সুন্দরীদের টক্কর দেবে প্রসেনজিতের বৌমা

রাখী পোদ্দার, কলকাতা : টলিউডের সফল অভিনেতাদের মধ্যে নাম উঠে আসে তাঁর। অনেক ছোটো বয়স থেকেই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত রয়েছেন তিনি। টলিউডে তাঁর সিনেমা সংখ্যা শতাধিক। শুধুমাত্র টলিউড ( Tollywood) নয় বলিউডেও অভিনয় করেছেন তিনি। তিনি আর কেউ নয় আমাদের সকলের প্রিয় বুম্বাদা। আট থেকে আশি সকলেই চেনেন তাঁকে। টলিউডের একাধিক সিনেমা সফল করার পিছনে রয়েছে তাঁর অবদান। একাধিক হিট সিনেমা তিনি উপহার দিয়েছেন নিজের ভক্তদের।

 

picsart 22 06 27 14 41 47 930তবে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সব সময়ই বিতর্কে থেকেছেন তিনি। তিনবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। অর্পণা, দেবশ্রী এবং বর্তমানে অর্পিতা। বর্তমান স্ত্রীর ঘর থেকে দুই সন্তান রয়েছে প্রসেনজিৎ ( Prosenjit Chatterjee)এর। একটি মেয়ে ও একটি ছেলে। মেয়ের নাম প্রেরণা চট্টোপাধ্যায় ও ছেলের নাম তৃষাণজিৎ চট্টোপাধ্যায়। বাবার সাথে ছেলের সম্পর্ক বেশ মধুর। ইউরোপে পড়াশোনা করার ফলে খুব একটা পরিবারের সাথে সময় কাটানো না হলেও ছুটিতে কিন্তু তার অবকাশ নেই কোনো। সোজা চলে আসে কলকাতায় পরিবারের সাথে সময় কাটানোর জন্য। বাবা ছেলের এই জুটি সব সময় নজর কেড়েছে নেটিজেনদের। তবে সম্প্রতি একটি ছবিকে ঘিরে বেশ হইচই সৃষ্টি হয় নেটিজেনদের মধ্যে।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেন তৃষাণজিৎ চট্টোপাধ্যায় ( Trisanjit Chatterjee)। ছবিতে দেখা যাচ্ছে, একটি মেয়ের সঙ্গে দাঁড়িয়ে আছেন তিনি। আর সাথে ক্যাপশনে লিখেছেন, “দ্যা গরম ডাল টু মাই আলু পোস্ত”। আর এই পোস্টটি দেখেই নেটিজেনদের জল্পনা এক্কেবারে তুঙ্গে। তবে কি এবার প্রেমের বন্ধনে আবদ্ধ হয়েছেন বুম্বাদার ( Prosenjit Chatterjee) ছেলে? মেয়েটির নাম স্বর্ণালী মুখার্জী ( Swarnali Mukherjee)। ডানকুনির বাসিন্দা। ২০২০ সাল নাগাদ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন্জিনিয়ারিং নিয়ে ওমেনস পলিটেকনিক, যোধপুর থেকে পড়াশোনা করেছেন। বর্তমানে আই ই এম থেকে বিটেক করছেন স্বর্ণালী। ছবিটিতে লাভ রিয়াকশন দিয়েছেন টলিউড খ্যাত অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী এবং ‘মিশর রহস্য’ খ্যাত আরয়ান ভৌমিক। ইতিমধ্যেই তাঁদের ছবি দেখে চর্চা শুরু হয়েছে নেটমহলে। এবং মেয়েটির সাথেও যেহেতু সম্পর্ক রয়েছে তারকাদের। সেই সূত্র ধরেই অনেকের মনে সৃষ্টি হচ্ছে বিভিন্ন ধরনের জল্পনা। আবার অনেকে মনে করছেন এই মেয়েটি হতে চলেছে বুম্বাদার বৌমা।




Leave a Reply

Back to top button