সেরা হিসাবে এগিয়ে সৃজিতের দশম অবতার । শেষে আছেন আবির । দেব কি তবে ছিটকে গেলো ?

অন্যদের থেকে এগিয়ে আছেন সৃজিতের দশম অবতার । এমনটাই জানালেন প্রযোজক মহেন্দ্র সোনি।

কলকাতা : পুজোয় এবার বক্সঅফিস কাঁপাবে ৪ নতুন ছবি চলবে হাড্ডাহাড্ডি লড়াই। কালই গ্র্যান্ড প্রিমিয়ার হয়েছে দশম অবতারের। অতিরিক্ত ভিড় বেড়েছিল রক্তবীজের স্পেশ্যাল স্ক্রিনিংয়ে। কোন কোন হলে আগাম বুকিংয়ের হাল হাল কিরম , কোথায় বাড়ানো দরকার অতিরিক্ত শোএর তা নিয়েই বিস্তারিত আলোচনা চলছে।

তবে এই সেরা ছবির প্রতিযোগিতার দৌড়ে এগিয়ে রয়েছে এসভিএফ প্রযোজিত সৃজিত মুখোপাধ্যায়ের ‘দশম অবতার’। প্রযোজক মহেন্দ্র সোনি টুইট করে জানিয়েছেন , দশম অবতারের জন্য মোট অ্যাডভান্স বুকিং-এর ৬০% । ‘এক্সিট পোল খুব সম্ভাবনাময়’ জানালেন প্রযোজক।

দশম অবতার,এক্সিট পোল,বাঘাযতীন,রক্তবীজ,দেব

অভিনেতা দেবের বাঘা যতীন রয়েছে দু-নম্বরে। তিন নম্বরে কোয়েল মল্লিকের ‘জঙ্গলে মিতিন মাসি’, চার নম্বরে রয়েছে ‘রক্তবীজ’। তবে সব দিক থেকে সবার আগে রয়েছে সৃজিতের ছবি। দশম অবতারের শো সংখ্যা তিলোত্তমায় এখনও পর্যন্ত ১৩১ টি, বাঘা যতীনের ঝুলিতে রয়েছে ১১১টি শো, রক্তবীজ এবং জঙ্গলে মিতিন মাসির শো সংখ্যা যথাক্রমে ৯২টি এবং ৭৪টি।

রিপোর্টে জানা গেছে সোমবার থেকে দশম অবতারের জন্য বুক মাই শোতে ২৪ ঘন্টায় ৭ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে। ‘নবীনা’ সিনেমা হলের মালিক নবীন চৌখানি এই সময়কে জানিয়েছেন, ‘ বুকিং দারুণভাবে এগোচ্ছে, আর যে সবাইকে ছাপিয়ে যায় যেকোনো মুহূর্তে সেতো সর্বদাই সবার আগে বিজয়ী হবেই ‘। তবে সকলকে ছাপিয়ে সৃজিত এবারও জয়ের মুকুট পড়বেই। তিন বছর পর তার এই দুর্দান্ত কামব্যাক সকলকে মাত দিতে বাধ্য ।

দশম অবতার,এক্সিট পোল,বাঘাযতীন,রক্তবীজ,দেব

তবে পাশাপাশি হাল ছাড়েননি দেবও। ‘বাঘা যতীন’ নিয়ে প্রচার একেবারে তুঙ্গে। এছাড়াও জঙ্গলে মিতিন মাসি’র প্রচার কোয়েল করলেন ব্রাজিলিয়ান তারকা রোনাল্ডিনহোকে পাশে রেখে। পুজোর সময় প্যান্ডেল প্রচারও করলেন মিমি – আবির।

তবে শেষ পর্যন্ত কার জয় হলো ত তো বলবে আম জনতা। বিচার কবে তারাই যে দর্শকের কাছে কে কত নম্বর পেলো। তাই তার জন্য ধৈর্য ধরতে হবে ১৯ অক্টোবর পর্যন্ত।




Leave a Reply

Back to top button