“প্রসেনজিৎ কেবল আমার হিরো নন…….”, এ কোন সম্পর্কের ইঙ্গিত দিলেন রচনা, প্রশ্ন নেটিজেনদের

মন্টি শীল, কলকাতা : সম্প্রতি বিনোদন জগৎ বেশ কিছু দিন যাবত আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিশেষত টলিউড (Tollywood)। কারণ টা হল, কখনও প্রকাশ্যে আসছে তারকাদের মধ্যে তৈরি হওয়া নতুন সম্পর্কের কাহিনী, আবার কখনও প্রকাশ্যে আসছে সম্পর্কের ভাঙন ধরার কাহিনী। আবার কখনও প্রকাশ্যে আসছে নতুন বড় পর্দায় নতুন সিনেমা মুক্তি পাওয়ার খবর। তবে সেই খবর যাই হোক না কেন, টলিউডকে কেন্দ্র করে দর্শক মহলে উৎসাহ এবং উম্মাদনার শেষ নেই। তাই এইবার আলোচনার শিরোনামে উঠে এল টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) এবং অভিনেত্রী রচনা বন্ধ্যোপাধ্যায় (Rachana Banerjee)।

সূত্র অনুসারে, টলিউডের এই জনপ্রিয় তারকা জুটি প্রসেনজিৎ এবং রচনা একসঙ্গে একাধিক সিনেমাতে অভিনয় করেছেন। টলিউডে হিট জুটি হিসেবে পরিচিত এই তারকা যুগল তাদের অভিনয়ের জন্য দর্শক মহলের কাছেও অতিব জনপ্রিয়। তবে কিছু কারণ বসত এই দুই তারকা যুগলের বড় পর্দা থেকে বিচ্যুতি ঘটে। যার ফলে রীতিমতো বেদনাহত হন বাংলার দর্শক মন্ডলি। কিন্তু বলে রাখা ভালো, টলিউডের এই হিট জুটিকে ফের একবার টেলিভিশনের পর্দায় স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। তাও আবার টেলিভিশনের জনপ্রিয় রিয়ালিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’ এর মঞ্চে।

11c41

জানা গিয়েছে, দীর্ঘ ১১ বছর পর আগামী ’১৪ ই জুন’ শো-এর এক বিশেষ এপিসোডে একসঙ্গে দেখা যাবে এই দুই তারকা যুগলকে। যদিও এরপর অনেকেই প্রশ্ন তুলেছেন, যে হঠাৎ রিয়ালিটি শো মঞ্চে কেন প্রসেনজিৎ? কারণটা হল খুব শীঘ্রই অর্থাৎ আগামী ১৭ ই জুন বড় পর্দায় মুক্তি পেতে চলেছে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং তরুণ অভিনেত্রী দিতিপ্রিয়া রায় অভিনিত সিনেমা ‘আয় খুকু আয়’। সিনেমাতে মেয়ের চরিত্রে অভিনীত দিতিপ্রিয়ার বাবার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।

 

View this post on Instagram

 

A post shared by Rachna Banerjee (@rachnabanerjee)

আর এই বহুল আলোচিত সিনেমারই প্রচার করতে ‘দিদি নাম্বার ওয়ান’ এর মঞ্চে উপস্থিত ছিলেন টলিউড অভিনেতা। যদিও এই যে আলোচনার সূত্রপাত ঘটেছে তা এই মঞ্চেরই কাহিনী। সম্প্রতি অভিনেত্রী রচনা বন্ধ্যোপাধ্যায় তার নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন। যাতে দেখা গিয়েছে, টলিউডের এই হিট জুটি পরস্পরের সঙ্গে বসে বাক্যালাপ করছেন। আর এই পোস্ট করা ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘সে শুধু মাত্র আমার হিরো নয়। আমাদের মধ্যে বহু বছরের সম্পর্ক এবং তার সঙ্গে সঙ্গে এক গভীর বন্ডিং। তার প্রতি অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা।’ ভিডিও দেখার পর নেট দুনিয়ার বাসিন্দারা মুগ্ধ হলেও, ভিডিওর ক্যাপশন দেখার পর অনেকেই প্রশ্ন তুলেছেন, তবে কি ফের নতুন সম্পর্কের ইঙ্গিত পেতে চলেছেন আপামোর বঙ্গবাসী?




Leave a Reply

Back to top button