দিদি এবার অল রাউন্ডার,রচনা ব্যানার্জীর নয়া প্রতিভার প্রশংসায় মজলেন নেট নাগরিকেরা

টলিউডে এককালের নামজাদা অভিনেত্রী হলেন রচনা ব্যানার্জী (Rachana Banerjee)। শুধু এককালের বললে ভুল বলা হবে। কারণ এখনও তিনি সমান তালে সমান ভাবে জনপ্রিয় ও গ্রহণযোগ্য। তার অভিনয়ে মুগ্ধ গোটা বাংলা ইন্ডাস্ট্রি। বাংলা ইন্ডাস্ট্রির বেশ দাপুটে অভিনেত্রী ছিলেন। বাংলা ইন্ডাস্ট্রিকে বেশ বেশ ভালো ভালো সিনেমা উপহার দিয়েছেন বাংলার নায়িকা রচনা ব্যানার্জী (Rachana Banerjee)। তার সঞ্চালনায় অনুষ্ঠিত বাংলার সবথেকে বড় টিআরপি পয়েন্টে এগিয়ে থাকা রিয়েলিটি অনুষ্ঠান “দিদি নং ১”। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে তিনি সংখ্য অগুনতি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এটি এতটাই জনপ্রিয় যে এই অনুষ্ঠানের হাত ধরে রচনা (Rachana Banerjee) বাংলার ঘরের মেয়েতে পরিণত হয়েছে।

আরও পড়ুন……যাদুকরী ‘মন কি বাত’, সাহসিকতার সিদ্ধান্তেই নরেন্দ্র মোদির বাজিমাত

এই নায়িকার সম্পর্কে যত বিশেষণই দিই না কেন যেন কম পড়বে। অভিনেত্রীর (Rachana Banerjee) যেমন বাচনভঙ্গি তেমনি অভিনয় দক্ষতা। সেই সাথে তিনি খুব ভালো গায়িকা বটে। হাঁ একদম তাই। অবাক হওয়ার মত কিছুই নেই। বাস্তবে গান গেয়ে নেটিজেনদের তাক লাগালেন এই অভিনেত্রী। সচরাচর অভিনেত্রীদের আমরা পর্দায় একভাবে দেখি,বাস্তবে তারা একেবারে আলাদা। মাঝে মাঝেই আমরা তারকাদের দেখি নিজের সেই চেনা ছক থেকে বেরিয়ে গিয়ে কিছুটা নিজের মত করে নিজেকে প্রকাশ করেন। অভিনেত্রী রচনাকেও দেখা গেছে একেবারে খোশমেজাজে। সম্প্রতি একটি ষ্টেজ প্রোগ্রামে মূল অথিতি হিসেবে উপস্থিত থাকেন নায়িকা রচনা ব্যানার্জী। সেখানেই তিনি গান গেয়ে উপস্থিত দর্শকদের মনোরঞ্জন করেন। আর যায় কোথায়!ভক্তরাও প্রিয় নায়িকার এই গান সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। সামাজিক মাধ্যম থেকেই ভাইরাল হয় অভিনেত্রীর গান।

আরও পড়ুন…উপনির্বাচন প্রার্থী বাবুল-সিনহা, নীতির কথা তুলে মমতাকে তোপ শতরূপের

সম্প্রতি এই অভিনেত্রীকে (Rachana Banerjee) দেখা যায় জি বাংলায় অনুষ্ঠিত রিয়েলিটি প্রোগ্রাম ‘দিদি নং ১’এ। সেখানে সঞ্চালনার দায়িত্ব পালন করছেন অভিনেত্রী। বিগত বছরে অভিনেত্রীকে বড় পর্দায় সেভাবে দেখা যায়নি। তবে অভিনেত্রী জানান সন্তানকে সময় দিতেই এই পদক্ষেপ। তবে মাঝে মাঝেই অভিনেত্রীকে দেখা যায় পরিবারের সঙ্গে ঘুরতে যেতে।




Leave a Reply

Back to top button