রাহুল-প্রিয়াঙ্কার সম্পর্কের ‘সহজ’ সেতু! বিচ্ছেদ পেরিয়ে এক ছাদের তলায় তারকা দম্পতি

সম্পর্কের কাঁটাতার পেরিয়ে কাছাকাছি রাহুল-প্রিয়াঙ্কা

পূর্বাশা, হুগলি: টলিপাড়ায় প্রিয়াঙ্কা সরকার ও রাহুল ব্যানার্জির সম্পর্ক চির চর্চিত বিষয়। ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির হিট জুটি সাতপাকে বাঁধা পড়ার পর থেকেই আলোচনার শীর্ষে। তবে সম্পর্কে চিড়, ডিভোর্স নিয়ে বারংবার খবরের শিরোনামে আসেন তারকা দম্পতি। তবে এবার আদালতের মামলা পর্ব সেরে ফের কাছাকাছি আসতে চলেছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় সেই সুখবর জানিয়েছেন অভিনেতা রাহুল।

Tollywood,Rahul Bannerjee,Priyanka Sarkar,Gossip,Divorce,Marriage life

শনিবার আদালত থেকে একটি ছবি শেয়ার করে রাহুল লেখেন, ‘আজ প্রবল বৃষ্টি…তাই বোধহয় ধারায় ধারায় কাটাকুটি হয়ে গেল সব…নতুন সুযোগ আবার একসাথে’। অভিনেতার ফেসবুক পোস্ট যে প্রিয়াঙ্কার সঙ্গে তাঁর সম্পর্ক বাঁধনের ইঙ্গিত, তা বুঝতে বাকি নেই কারোর। খুশি হয়েছেন অনুরাগীরাও। জানা যাচ্ছে, খুব শীঘ্রই প্রিয়াঙ্কার আবাসনে ফ্ল্যাট কিনতে চলেছেন রাহুল।

Tollywood,Rahul Bannerjee,Priyanka Sarkar,Gossip,Divorce,Marriage life
প্রসঙ্গত, কিছুদিন আগেই দেখা যায় পরিবারের সঙ্গে দোল উৎসব কাটান দুজনে। উইকএন্ডে ঘুরতেও বেরোন তারকা দম্পতি। এক নামকরা সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, রাহুল এর আগেই জানিয়েছিলেন, এক ছাদের তলায় আমি আর প্রিয়াঙ্কা থাকতে চলেছি। এ ব্যাপারে সেতু হিসেবে কাজ করেছে ‘ছোট্ট সহজ’। সেই কথাই এবার বাস্তব হল। মন কষাকষি দূরে ঠেলে ফের সুখনীড় বাঁধতে চলেছেন রাহুল-প্রিয়াঙ্কা।




Leave a Reply

Back to top button