Raj-Subhasree son Yuvan: উফ কী হ্যান্ডসাম! বছর দেড়েকের যুবানের হটনেসে তোলপাড় যুবতীদের হৃদয়, ছবি দেখেছেন?

অনীশ দে, কলকাতা: টলিউডের তারকা দম্পতির মধ্যে অন্যতম হচ্ছেন রাজ শুভশ্রী (Raj-Subhasree)। নিত্যদিন তাকে দেখার জন্যে ভক্তরা অপেক্ষায় থাকে। কয়েকদিন আগেই ইউভানের প্রথম স্কুলে যান ছোট্ট ইউভান (Yuvan)। সেই দেখে নিজের আবেগ ধরে রাখতে না পেরে মা শুভশ্রী (Subhasree Ganguly) বলেছিল, ‘ছোট্ট ইউভান দেখতে দেখতে কত বড় হয়ে গেল’। ‘বিশ্বাস হচ্ছে না ইউভান স্কুলে যাচ্ছে’, তিনি আরও বলেন। প্রসঙ্গত বলা ভালো ছোট্ট ইউভানের বয়স বেশি না হলেও তার অনুগামীদের অভাব নেই। তার বাবা মা তার ছবি বা ভিডিও শেয়ার করলে তা দেখার জন্য হুলস্থূল কান্ড বেঁধে যায় ইন্টারনেটে। এমনকি সম্প্রতি শুভশ্রী তার ছেলের একটি ছবি শেয়ার করেন ইনস্টাগ্রামে।

এই ছবিতে একটি নীল এবং সাদা রঙের চেক শার্ট পরে রয়েছেন খুদে ইউভান (Yuvan)। সাথে পরিহিত ব্লু ডেনিম জিন্স। ছবির জন্য সবসময় পোজ দেন ইউভান। ব্যতিক্রম হয়নি এইবারও, শেয়ার করা দুটি ছবিতেই তার পোজ দেখে উচ্ছসিত নেটবাসীরা। জানলার সামনে দাড়িয়ে হোক কিংবা সোফায় ভর দিয়ে, প্রত্যেক ভঙ্গিতেই সুন্দর ফ্রেমে বিরাজমান ইউভান (Yuvan)। কাজের দিক থেকে বছরভর ব্যস্ত শুভশ্রী এবং রাজ। সম্প্রতি রাজের নির্দেশনায় মুক্তি পায় হাবজি গাবজি।

yuvan 2

ছবিটি একটি সামাজিক বার্তা দিলেও দর্শক এই ছবি দেখতে হলে ভিড় করেননি। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন রাজের স্ত্রী এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী এবং পরমব্রত চট্টোপাধ্যায়। কিভাবে স্মার্টফোন বাবা মা এবং সন্তানদের সুসম্পর্কের মধ্যে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে, সেই নিয়েই বোনা হয়েছে ছবির চিত্রনাট্য। তবে দর্শকদের যে ছবিটি খুব একটা পছন্দ হয়নি তা বক্স অফিসের বেহাল দশ দেখে বোঝা যায়। এই বছর রাজ – শুভশ্রীর আরও একটি ছবি আসতে চলেছে।

yuvan 3

ছবিটির নাম ধর্মযুদ্ধ। এই ছবিটির টিজার প্রায় বছরখানেক আগে মুক্তি পেলেও ছবি মুক্তির তারিখ ক্রমাগত বদলাতে থেকেছে। ছবিতে ধর্মান্ধতার দিকে আলোকপাত করার চেষ্টা করেছেন রাজ। সম্প্রতি সময়ে নিজের রিমেক ছবির পরিচালক ইমেজ বদলানোর চেষ্টায় রয়েছেন রাজ। নিজের প্রযোজনা সংস্থা আনার পর একে একে পরিণীতা, হাবজি গাবজি এবং ধর্মযুদ্ধের মত নতুন ধরনের ছবি দর্শকদের উপহার দিচ্ছেন রাজ। এবার দেখার অপেক্ষা বক্স অফিসে ধর্মযুদ্ধ হাবজি গাবজির মত মুখ থুবড়ে পড়বে নাকি আবার রাজ-শুভশ্রীর কেমিস্ট্রি দর্শকদের হলমুখী করতে সক্ষম হবেন।




Leave a Reply

Back to top button