১) রাখি বন্ধন উৎসবে মাতলেন ছোট পর্দার অভিনেতা, অভিনেত্রীরা। হাসিমুকে রাখি বেঁধে চলল মিষ্টিমুখ। বেঙ্গল টপার ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের দীপা কাজের ব্যস্ততার মাঝেও মাতলেন রাখি উৎসবে।
২) জি বাংলার ‘রাঙা বউ’ শ্রুতি রাখির দিনটি কাটালেন তাঁর ভাইয়ের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্টের সাথে সাথেই ধেয়ে এল লাইক ঝড়।
৩) ‘পঞ্চমী’ ধারাবাহিক খ্যাত সুস্মিতা দে রাখি বাঁধবেন তাঁর ভাইয়ের হাতে। ভাইকে আশীর্বাদ করে শুভেচ্ছা জানালেন তিনি।
৪) “তোর মধ্যেই আমার বোনকে খুঁজে পাই…।” টলি অভিনেত্রী স্বস্তিকা দত্তের সঙ্গে রাখি উদযাপন করলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়।
৫) অভিনেত্রী দিয়া মুখোপাধ্যায় রাখির শুভেচ্ছা জানালেন তাঁর প্রিয় বোন ঐন্দ্রিলা কে। আদর করে ডাকলেন ‘পুচকি’।
Follow us on
Back to top button