শেষ হচ্ছে ‘রাঙা বউ’-‘গাঁটছড়া’, কবে শেষ সম্প্রচার?

Ranga Bou- Gaatchora: বন্ধ হতে চলেছে 'রাঙা বউ'-'গাঁটছড়া'। জনপ্রিয় এই দুই ধারাবাহিকের শেষ সম্প্রচারের দিকে মুখিয়ে রয়েছেন সিরিয়ালপ্রেমীরা

Ranga Bou- Gaatchora: বন্ধ হতে চলেছে ‘রাঙা বউ’-‘গাঁটছড়া’। জনপ্রিয় এই দুই ধারাবাহিকের শেষ সম্প্রচারের দিকে মুখিয়ে রয়েছেন সিরিয়ালপ্রেমীরা। একের পর এক সিরিয়াল বন্ধ হয়ে পড়ছে টলিপাড়ায়। এর মধ্যেই আরও দুটি সিরিয়াল বন্ধ হওয়ার খবরে কার্যত মন খারাপ অনুরাগীদের।

প্রযোজকদের সূত্রে জানা গিয়েছে, ‘রাঙা বউ’-এর শেষ সম্প্রচার ১৬ ডিসেম্বর ‘গাঁটছড়া’-এর শেষ সম্প্রচার ১৪ ডিসেম্বর। এই কয়েকদিনই অনুরাগীরা দেখতে পারবেন সিরিয়ালদুটি। তারপর সন্ধ্যা কাটবে অন্য কোনও নতুন সিরিয়ালে। ৩০০টি পর্ব ছুঁতে না ছুঁতেই পথ চলা বন্ধ হতে চলেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘রাঙা বউ’ এর (Ranga Bou)। অভিনয়ে মুখ্য চরিত্রে ছিলেন
শ্রুতি দাস (Shruti Das) এবং গৌরব রায়চৌধুরী (Gourav RoyChowdhury)। শেষ তাঁদের এই সিরিয়ালে একসঙ্গে দেখা যাবে ১৬ ডিসেম্বর। তার বদলে কি আসছে? দর্শকদের নতুন সিরিয়াল উপহার দিতে চলেছে চ্যানেল। এই ধারাবাহিকের বদলে ১৮ ডিসেম্বর (সোমবার) থেকে রাত সাড়ে আটটায় সম্প্রচারিত হবে শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya) এবং রণজয় বিষ্ণু (Ranajoy Bishnu) অভিনীত ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Bhesheche)।

আরেকদিকে , ৭০০ এপিসোড পার করতে না করতেই বন্ধ হতে চলেছে স্টার জলসার ‘গাঁটছড়া’ (Gaatchora)। একসময়ের টিআরপির (TRP) প্রথমদিকে থাকা এই ধারাবাহিকের টিআরপি এখন কার্যত তলানিতে গিয়ে ঠেকেছে।

গত কয়েকমাস ধরেই এই ধারাবাহিক বন্ধের গুঞ্জন শোনা যাচ্ছিল। ১৪ ডিসেম্বরেই শেষ হচ্ছে খড়ি-ঋদ্ধি, দ্যুতি-রাহুলদের গল্প ‘গাঁটছড়া’। সিরিয়ালদুটি বন্ধ হওয়ায় মন খারাপ অনুরাগীদের। তবে এর বদলে শীঘ্রই নতুন সিরিয়াল উপহার পেতে চলেছেন তাঁরা। জল্পনা সত্যি হওয়ায় এখন শেষ কয়েকটি দিন গুনছেন সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীরা। অনুরাগীরাও অপেক্ষায় রয়েছেন নতুন সিরিয়ালের। নতুন করে কোনও সিরিয়ালকে ভালোবাসার অপেক্ষায়।




Leave a Reply

Back to top button