দক্ষতা থাকলেও নেই সৌন্দর্য! জাতীয় পুরস্কার পেয়েও টলিউডে কাজের অভাবে ভুগছেন অনন্যা চ্যাটার্জি

রুপোলি পর্দায় বেশ কিছু অভিনেত্রী এমন রয়েছেন যারা নিজেদের কাজের দ্বারা সর্বত্র পরিচিত। তবে সময়ের সাথে সাথে মানুষের পরিস্থিতিও পরিবর্তিত হতে থাকে। আর এমন বহু জনপ্রিয় অভিনেত্রী রয়েছেন যারা কেবল পরিস্থিতির শিকার হয়েই ছেড়ে দিয়েছেন অভিনয় জগৎ। আর এই সকল অভিনেত্রীদের মধ্যেই একজন অভিনেত্রী ছিলেন অনন্যা চ্যাটার্জি ( ananya Chatterjee ) । নিজের অভিনয়ের দক্ষতার জন্য সকল নেটিজেনদের কাছে একসময় প্রশংসা কুড়িয়েছিলেন এই অভিনেত্রী। তবে দুঃখের বিষয় এই যে তাকে আর রুপোলি পর্দায় দেখা যায় না।

নিজের কাজের ক্ষেত্রে খুবই দক্ষ ছিলেন অনন্যা চ্যাটার্জি। নিখুঁত অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। শ্যামবর্ণা, মাথায় এক রাস ঘন কালো চুলের সেই সুবর্ণলতাকে কেউ কি ভুলতে পারে? অন্যান্য তারকাদের মতো খুব বেশি কাজ না করলেও তার হাতে গোনা সবকটি কাজই প্রশংসার যোগ্য ছিল। আর তার কাজগুলির মধ্যে জনপ্রিয় ছিল সুবর্ণলতা ধারাবাহিকে তার চরিত্রটি। তবে শেষমেষ এই অভিনয়কে জীবন থেকে একেবারেই বাদ দিয়ে দিলেন অনন্যা চ্যাটার্জি।

img 20220610 210712

ধারাবাহিকে কাজ করার সময় থেকেই অনন্যা চ্যাটার্জির অনুরাগীদের সংখ্যা ছিল ব্যাপক। শেষবারের মতো তিনি কাজ করেছিলেন স্টার জলসার ‘জয় কালী কলকাত্তাওয়ালি’ ধারাবাহিকে। তবে এই ধারাবাহিকের পর থেকে রুপোলি পর্দার সাথে যুক্ত না থাকায় যে তার অনুরাগীদের সংখ্যা কমে গেছে তা নয়। আজও দেখা যায় রিপিট টেলিকাস্ট সুবর্ণলতা ধারাবাহিক চললে অনেক টিআরপি ওঠে। এর থেকেই বোঝা যায় আজকের দিনেও তার অভিনয় পুরনো হয়ে যায়নি, আগের মতোই জনপ্রিয় রয়েছে মানুষের কাছে। তবে এত জনপ্রিয়তা সত্ত্বেও হঠাৎ অভিনয় জগৎ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত কেন নিলেন অভিনেত্রী।

img 20220610 210624

অভিনয় জগৎ ছাড়ার কারণ এখনও স্পষ্ট নয়। তিনি প্রথম অবস্থায় দু একটি ধারাবাহিকে অভিনয় করেছিলেন। তবে তার অভিনয়ের দক্ষতার জন্যই বেশ কিছু সময় পর তিনি ছবিতেও অভিনয়ের সুযোগ পান। এমনকি ঋতুপর্ণ ঘোষের ছবিতে কাজ করে জাতীয় পুরস্কারও পান অভিনেত্রী অনন্যা চ্যাটার্জি। তবে জীবনে এত সাফল্যের পরেও টলিউড ইন্ডাস্ট্রি থেকে যোগ্য সম্মান পাননি এই অভিনেত্রী। তাই আবারও তিনি রুপোলি পর্দায় ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন।

এরপরই তিনি অভিনয় করেছিলেন সুবর্ণলতা ধারাবাহিকে। যার জন্য দর্শকরা আজও অনন্যা চ্যাটার্জিকে মনে রেখেছে। তবু এত সফলতার পরও ব্যক্তিগত জীবনে খুশি ছিলেন না অনন্যা চ্যাটার্জি। তার বিয়ের চার বছর কাটতে না কাটতেই ভেঙে যায় তার দাম্পত্য জীবন। মূলত এসব কারণেই অভিনয় থেকে দূরে রয়েছেন অভিনেত্রী। আপাতত বই পড়েই নিজের সময় কাটাচ্ছেন তিনি। তার বক্তব্য অনুযায়ী খারাপ কাজের তুলনায় বই পড়া অনেক ভালো। তার কথা হল কাজের জন্য তিনি কোন পরিচালকের হাত পা ধরতে পারবেন না। আর এই কারনেই অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি।




Leave a Reply

Back to top button