Rishi Kaushik – ‘উজান’ ফ্যানেদের জন্য সুখবর! লীনা গাঙ্গুলির হাত ধরে ছোটপর্দায় ফিরছেন ঋষি কৌশিক

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) হাত ধরেই নতুন ধারাবাহিক (Serial) সূত্রে ফের ছোটপর্দায় (Television) ফিরছেন ছোটোপর্দা খ্যাত অভিনেতা (Actor) ঋষি কৌশিক (Rishi Kaushik)। ছোটোপর্দায় বাংলা ধারাবাহিক (Serial) দিয়েই নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন অভিনেতা ঋষি। ‘স্টার জলসা’র ‘এখানে আকাশ নীল’, ‘ইষ্টি কুটুম’, ‘কুসুম দোলা’, ‘কোড়া পাখি’র মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে মুখ্য ভূমিকাতে অভিনয় করেছেন এই অভিনেতা। আর অভিনয়ের জেরে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তাও। সম্প্রতি আবারো টেলিভিশনের পর্দায় আসন্ন এক নতুন ধারাবাহিকে নায়কের চরিত্রেই দেখা মিলতে চলেছে তাঁর।

নতুন কোনো ধারাবাহিক ছোটোপর্দায় এলেই তা নিয়ে জল্পনা শুরু হয়ে যায় দর্শকমহলে। কিন্ত এই ধারাবাহিক নিয়ে দর্শকদের জল্পনার অবসান এত তাড়াতাড়ি ঘটাতে চান না বলেই জানিয়েছেন খোদ পরিচালক। তবে ‘ম্যাজিক মোমেন্টস’-র প্রযোজনায় হচ্ছে না এই ধারাবাহিকটি। কোন চ্যানেলে সম্প্রচারিত হতে চলেছে বা কবে থেকে হতে চলেছে সেই বিষয়েও জল্পনার ঘনঘটা টলিউড ইন্ডাস্ট্রিতে। সূত্র মারফত খবর, এই ধারাবাহিকটিতে ঋষি কৌশিকের বিপরীতে থাকতে পারেন টলিউডের অন্যতম প্রিয় মুখ অভিনেত্রী পায়েল দে। কিন্তু কবে শুরু হচ্ছে এই সিরিয়াল বা নাম কি তার কিছুই এখনো জানা যায়নি।

টেলিভিশনের খবর,বাংলা ধারাবাহিকের খবর,অভিনেতা-অভিনেত্রীদের খবর,টলিউডের বাংলা খবর,অভিনেতা ঋষি কৌশিকের আসন্ন ধারাবাহিকের খবর,Television News,Bangla Series News,Actor-Actress News,Tollywood Bangla News,Actor Rishi Kaushik's Upcoming Series News,ঋষি কৌশিক ফিরছেন ছোট পর্দায়,Rishi Kaushik Comeback to Serials

পায়েল দে-ও ঋষি কৌশিকের মতনই স্টার জলসার অনেক খ্যাতনামা সিরিয়ালের সঙ্গেই অতপ্রোতভাবে জড়িত। এর মধ্যে অনেকগুলি ধারাবাহিকেই তাকে মুখ্য ভূমিকাতেও দেখা গেছে। ‘বেহুলা’, ‘দুর্গা’, ‘চুনি-পান্না’, ‘কাদম্বিনী’, ‘বধূ কোন আলো লাগলো চোখে’, ‘দেশের মাটি’ এর মতন একাধিক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন পায়েল। পাশাপাশি এই টেলি অভিনেত্রীর ওয়েবসিরিজেও অবাধ যাতায়াত দৃশ্যমান। দুমাস আগেই ‘দেশের মাটি’র শ্যুটিং শেষ করেছেন পায়েল দে। গত মাসেই মুক্তি পেয়েছে অভিনেত্রীর একটি ওয়েবসিরিজ-ও। এবার পায়েল দে-র অনুরাগীরা তাঁর আসন্ন ধারাবাহিকের নতুন চরিত্র নিয়েও ইতিমধ্যেই গল্প বুনতে শুরু করে দিয়েছে।

আরও পড়ুনঃ Jeet – অবাঙালি হলেও দুর্দান্ত অভিনয়ে হাল ধরেছিলেন টলিউডের, রইল সুপারস্টার জিৎ এর অজানা কাহিনী

ঋষি কৌশিক এর আগেও স্টার জলসা-তে ‘এখানে আকাশ নীল’ নামের একটি ধারাবাহিকে ‘চিকিৎসক’-র ভূমিকায় অভিনয় করেছিলেন। তাঁর এই চিকিৎসকের চরিত্রটি দর্শকদের দ্বারা বেশ প্রশংসিতও হয়েছিল। আবারও লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা আসন্ন ধারাবাহিকটিতেও চিকিৎসকের ভূমিকাতেই দেখা যেতে চলেছে অভিনেতা ঋষিকে। তবে এই ধারাবাহিক নিয়ে এর বেশি তথ্য এখনও দর্শকের কাছে খোলসা করা হয়নি। এবার শুধু দেখার অপেক্ষা ঋষি কৌশিক ও পায়েল দে-র এই যুগলবন্দী ‘মিঠাই’কে কতটা টেক্কা দিতে পারে।




Back to top button