পাতে ভাত-মিষ্টি, শরীরচর্চা ভুলে এ কোন পথে হাঁটছেন টলিউডের সুন্দরী

টলিউডের ব্যস্ততম ও জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে প্রথমেই যার কথা বলতে হয় তিনি হলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী ( Ritabhari Chakraborty )। অত্যন্ত লাস্যময়ী ও দক্ষ অভিনেত্রী হিসেবেও তার যথেষ্ট সুনাম রয়েছে। টলিউডে বেশ ভালো ভালো ছবি উপহার দিয়েছেন এই অভিনেত্রী। তবে বিগত বছরগুলোতে বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন এই ঋতাভরী ( Ritabhari Chakraborty )। দীর্ঘ দিনের অসুস্থতা, কর্মবিরতি সব মিলিয়ে খুব একটা দেখা যায়নি তাকে। ডাক্তারের নির্দেশ অনুসারে ছেড়েছিলেন ডায়েট, সুস্থ হওয়ার জন্য বিশেষ খাওয়া দাওয়া খাওয়ার নির্দেশ পেয়েছিলেন তিনি। অভিনেত্রী ( Ritabhari Chakraborty ) নিজেই অবশ্য এ প্রসঙ্গে জানান যে, বেশ ভালোই ওজন বেড়ে গিয়েছিল তার। তিনি ওজন কমানোর জন্য মাঝখানে ডায়েট শুরু করেছিলেন। এমনকি নিয়মিত যোগাও করেন। খাদ্যতালিকায় ব্যাপক পরিবর্তন আনেন। এর মাঝেই আসে তার কাছে নতুন ছবির অফার। আর সেই ছবির গল্প যেন তার কথাই বলছে। ব্যস আর ডায়েট বা শরীরচর্চা কোনও কিছুর প্রয়োজন রইল না। কারণ চরিত্রের খাতিরে অভিনেত্রীকে ওজন বাড়ানোর প্রয়োজন পড়বে।
আরও পড়ুন………পুতিনের ইউক্রেন আক্রমণ, মার্কিন স্পেস সংস্থা মুছে দিল ইউরি গ্যাগারিনের নাম
অভিনেত্রী আরও জানান মাঝখানে অসুস্থতার জন্য ওজন বেড়ে যাওয়ায় বিশাল সমস্যায় পড়েছিলেন তিনি। জামা কাপড়ের সাইজের যেমন পরিবর্তন এসেছিল তেমনি অন্যদিকে নেট দুনিয়ায় ব্যপক কটাক্ষের শিকার হন তিনি। অভিনেত্রী ( Ritabhari Chakraborty ) জানান মানুষের এসব কথা তিনি গা ঝারা দিয়ে দেন। তিনি নিজের শর্তেই বাঁচেন। ছোট বেলা থেকেই অভিনেত্রীর রোগা ধাঁচের ফিগার। তাই বরাবরের মতই বেশি খেলেও তিনি মোটা হতেন খুব কম। তবে খুব ছোট থেকেই তার ডায়েট মেনে খাওয়া দাওয়া করার স্বভাব। ভাত বা চিনি তো একেবারেই খেতেন না। মোটা না হলেও মোটা হওয়ার ভয় সবসময় ছিল। নতুন ছবির প্রসঙ্গে তিনি জানান, হঠাৎ তিনি ‘উইন্ডোজ’ এর তরফ থেকে প্রস্তাব পান ‘ফাটাফাটি’ নামক সিনেমায় নায়িকার চরিত্রে কাজ করার। তারপর আর ডায়েট নিয়ে মাথা ঘামাননি। কারণ তাকে সিনেমার জন্য এমনিও ওজন বাড়াতেই হত।
আরও পড়ুন………মিতালি রাজের বায়োপিক, ‘শাবাশ মিঠু’ পোস্টার প্রকাশেই চমক তাপসী পান্নুর
অভিনেত্রী যতই কটাক্ষের শিকার হোক না কেন প্রতিবার নিজের সহজাত অভিনয় প্রতিভাগুণে তিনি নিজেকে প্রমাণ করেছেন। এবারও দীর্ঘদিন পড়ে তার পর্দায় আগমন সত্যিই অনুরাগীদের ব্যাকুল করে তুলেছে। ‘ফাটাফাটি’ আদৌ কতটা ফাটাফাটি হতে চলেছে সেদিকে এখন সকলেরই নজর।