১) টলিপাড়ার বহু নায়ক-নায়িকা রাজনীতিতে নামলেও ঋতুপর্ণা সেনগুপ্তর রাজনৈতিক যোগাযোগ রয়েছে, এমনটা জানা যায়নি। তবে এবার সে ধারণাই হল সত্যি।
২) ব্যাপারটা আসলে কী? টলিপাড়ার গুঞ্জন, ইন্দ্রাশিস আচার্য পরিচালিত পরবর্তী ছবি ‘ধুলোবালি’ তে অভিনয় করতে চলেছেন ঋতুপর্ণা।
৩) ছবিটি একটি রাজনৈতিক থ্রিলার ছবি। যেখানে খলনায়কের ভূমিকায় অভিনয় করতে চলেছেন ঋত্বিক চক্রবর্তী।
৪) এক সাংবাদিকের নিখোঁজ রহস্যের সমাধান করবে ছবিটি। তার সঙ্গে রন্ধ্রে রন্ধ্রে জড়িয়ে থাকবে রাজনীতি ও রোমাঞ্চের বীজ। আর ছবির শেষে থাকছে এক দুর্দান্ত চমক।
৫) আপাতত গোটা বিষয়টি খোলসা করতে নারাজ পরিচালক। বদলে আস্তে আস্তে হবে পর্দা প্রকাশ।
Follow us on
Back to top button