জলকেলিতে মত্ত অভিনেত্রী, স্বল্প পোশাকে উষ্ণতা ছড়াচ্ছেন ‘জগদম্বা’ ওরফে রোশনি

সদ্য সমাপ্ত হয়েছে জি বাংলার জনপ্রিয় ও নাম্বার ওয়ান ধারাবাহিক ‘রানী রাসমণি’। বাঙ্গালীর জনপ্রিয় ধারাবাহিকে পরিণত হয়েছিল এই ধারাবাহিকটি। বিকেল হতেই টিভির পর্দায় মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠত ‘রানী রাসমণি’ ( Karunamoyee Rani Rashmoni )। প্রিয় ধারাবাহিক ও প্রিয় চরিত্রদের আর দেখা যাবে না তাই নিয়ে অনুরাগীদের মন খারাপ। ‘রানী রাসমণি’ ধারাবাহিকের অন্যতম একটি প্রিয় চরিত্র ছিল জগদম্বা ( Roshni Bhattacharyya )। যাকে দেখা গিয়েছিল রানী মায়ের বড় মেয়ের চরিত্রে। রুপে, গুণে লাস্যময়ী এই অভিনেত্রী ছিল এই ধারাবাহিকের অন্যতম মুখ্য আকর্ষণ। বাস্তবে এই অভিনেত্রীর নাম রোশনি ভট্টাচার্য ( Roshni Bhattacharyya )। বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় মুখ। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন এই অভিনেত্রী। পরবর্তীতে নিজের অভিনয়গুন দিয়েই মুগ্ধ করেছে দর্শকদের। সেই সাথে রুপ ও অভিনয় দক্ষতার জেরে ভালো ভালো কাজ করেছেন। সম্প্রতি গত বছর দীর্ঘদিনের প্রেমিকের সাথে সাতপাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী। সম্প্রতি অভিনেত্রীর দেখা মিলেছে কেরালার সৈকতে উন্মক্ত বক্ষ বিভাজিকা সমেত।

আরও পড়ুন…………কাজে চলে আসবে অনীহা, জেনে নিন পৃথিবীর সব চেয়ে বিরক্তিকর পেশাগুলি

সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় রোশনি। তার ফ্যান ফলোয়ারের সংখ্যও আকাশচুম্বী। সম্প্রতি অভিনেত্রী ( Roshni Bhattacharyya ) কেরালা থেকে বেশ কিছু ফটো শেয়ার করেছেন তার অনুরাগীদের সাথে। যেখানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে ফুলের ডিজাইন করা বিকিনি পরিহিত। বিকিনির ফাঁকে উঁকি মারছে ক্লিভেজ ,আর সঙ্গে অভিনেত্রীর লাস্যময়ী চাহনি। পর্দায় দীর্ঘদিনের অনুপস্থিতি রোশনির অনুরাগীদের আরও ব্যাকুল করে তুলেছিল। তাই রোশনির এই হট ও সেক্সি ফটো অনুরাগীদের বেশ আকর্ষণ করেছে। সেই সাথে ফটোর নিচে অনুরাগীদের উপচে পড়া কমেন্ট তো রয়েছেই। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন ‘হ্যাপি সানডে’। সদ্য বিবাহিত এই অভিনেত্রীকে অনুরাগীরা বিবাহিত জীবনের শুভেচ্ছাও জানিয়েছেন।

 Roshni Bhattacharyya

আরও পড়ুন………চকোলেট থেকে হেট স্টোরি! নকল থেকে বিতর্ক, একাধিক অভিযোগে অভিযুক্ত বিবেক

প্রসঙ্গত ‘রানী রাসমণি’র হাত ধরেই রোশনির বিনোদন জগতে ছাপ রাখা আরম্ভ হয়। ধারাবাহিকটি শেষ হওয়ার আগেই রোশনি অবসর নিয়ে নেন। রোশনি ওরফে ‘জগদম্বা’র বিদায়বেলায় বেশ বড় করেই সংবর্ধনা দিয়েছিল চ্যানেলের পক্ষ থেকে। তখনই অভিনেত্রী জানান যে ‘রানী রাসমণি’র হাত ধরেই তার আসল পথচলা শুরু। এই ধারাবাহিক তাকে যে জনপ্রিয়তা দিয়েছে তা তিনি কখনই ভুলবেন না।




Leave a Reply

Back to top button