অফস্ক্রিন ‘ব্যোমকেশ-সত্যবতী’ প্রেম জমে ক্ষীর! চশমার কাঁচে আদর এঁকে দেবকে জড়ালেন রুক্মিণী
ব্যোমকেশ শ্যুটিংয়ের ফাঁকে প্রেমে ভাসলেন দেব-রুক্মিণী, ছবি এল প্রকাশ্যে

অগাস্টের শুরু থেকেই ‘ব্যোমকেশ ও দূর্গরহস্যের’ পারদ চড়ছে। চলতি মাসের এগারো তারিখ মুক্তি পাবে দেব (Dev) অভিনীত ব্যোমকেশ। এই ছবিতে সত্যবতীর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে (Rukmini Maitra)। রুক্মিণী ও দেবের অফস্ক্রিন কেমিস্ট্রি এখন সর্বজনবিদিত। ক্রমশ জমে উঠছে দুজনের প্রেম। টলিপাড়ার হিট কাপল এখন পর্দার ‘সত্য-সত্যান্বেষী’। শ্যুটিংয়ের ফাঁকে দুজনের খুনসুটি এবার প্রকাশ্যে।
সম্প্রতি অভিনেত্রী রুক্মিণী মৈত্র তাঁর ‘সত্যান্বেষীর’ সঙ্গে তোলা কিছু আদুরে ছবি পোস্ট করেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, রুক্মিণী দেবের চশমা নিজের চোখে পরেছেন। আর তারপরেই ভালোবেসে জড়িয়ে ধরেছেন দেবকে। ছবিতে দেব পরে রয়েছেন ব্যোমকেশ কস্টিউম হালকা রঙের পাঞ্জাবি আর সত্যবতীর পরণে খয়েরি শাড়ি, হাতে শাঁখা, পলা কপালে সিঁদুর, চুলে আলগা বিনুনি।ব্যোমকেশের অর্ধাঙ্গিনীর এই সাজে আর জুটির প্রেমের ভঙ্গিতে ছবি মুক্তির চারদিন আগে ফের চড়ল আগ্রহের পারদ। নতুন ব্যোমকেশ ও সত্যবতীকে পর্দায় দেখার জন্য মুখিয়ে রইলেন দর্শকেরা।
অভিনেত্রী রুক্মিণী এই ছবি পোস্ট করে তার ক্যাপশনে লিখেছেন, “ও যে সত্যি মানে না মানা…”। দুজনের ছবি দেখে কমেন্টস সেকশন ভরিয়েছেন অনুরাগীরা। প্রসঙ্গত, এর আগে ব্যোমকেশের ভূমিকায় দেবের থাকা নিয়ে আপত্তি তোলেন অনেকে। এমনকি সত্যবতীর ভূমিকায় রুক্মিণীকে রাখা নিয়েও ট্রোল কম হয়নি। তবে সবকিছুকে উপেক্ষা করে ব্যোমকেশের টিজার ও ট্রেলার মন জয় করেছে দর্শকদের। এখন ছবি মুক্তির অপেক্ষায় রয়েছেন দর্শককূল।