Rupa Ganguly: দ্রৌপদী হয়েও নেই নিস্তার, মহাভারতের সেটে কেন কেঁদে ফেলছিলেন রূপা গাঙ্গুলী

করোনা আবহে প্রায় বহুদিন বন্ধ ছিল টেলিভিশনের শ্যুটিং। সেই সময় দূরদর্শনসহ একাধিক চ্যানেলে পুনঃসম্প্রচার (Telecast) করা হয়েছিল পুরোনো  ‘রামায়ণ’ (Ramayana) ও ‘মহাভারত’ (Mahabharata)। সেই ‘মহাভারত’-এ দ্রৌপদীর চরিত্রে অভিনয় করেছিলেন বর্তমানের সাংসদ-অভিনেত্রী রূপা গাঙ্গুলী (Rupa Ganguly)। বিগত ২৫ শে নভেম্বর ছিল অভিনেত্রীর জন্মদিন। চলতি বছরে ৫৫ বছরে পা দিলেন তিনি। এইদিন সোশ্যাল মিডিয়ায় তার অনুগামী থেকে গুণমুগ্ধ সবাই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছিল এই সাংসদ-অভিনেত্রীকে। সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছিল অভিনেত্রীর জীবনের নানা জানা-অজানা কাহিনী।

ঐদিন সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক করছিল রূপা গঙ্গোপাধ্যায়ের ‘মহাভারত’ সিরিয়ালের ‘দ্রৌপদী’ (Draupadi)-র চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা। দ্রৌপদীর চরিত্রে অভিনয় করেই সিনেমা জগতে সাফল্যের শিখরে উঠেছিলেন তিনি। আজ এত বছর পর চর্চায় উঠে এল কেন ‘দ্রৌপদীর বস্ত্রহরণ’ দৃশ্যের পর কেঁদেছিলেন তিনি, কেন সেদিন সেটের অভিজ্ঞতা বলতে গেলেই গলা কেঁপে ওঠে তাঁর!

রূপা গঙ্গোপাধ্যায়ের খবর,মহাভারত সিরিয়ালের খবর,সোশ্যাল মিডিয়ার বাংলা ভাইরাল নিউজ,রূপা গাঙ্গুলীর অজানা খবর,Rupa Gangopadhyay's news,Mahabharat serial news,Bangla viral news on social media,Rupa Ganguly's unknown news,Roopa Ganguly,রুপা গাঙ্গুলী

প্রযোজক বি.আর চোপড়া (B.R.Chopra) -র ‘মহাভারত’ দর্শকের কাছে এত জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ ছিল এই সিরিয়ালের কলাকুশলীদের অভিনয় দক্ষতা। সমগ্র বিষয়টিকে অত্যন্ত নিখুঁতভাবে দেখানোর আগ্রহ বরাবরই ছিল পরিচালকের। তবে তিনি সবচেয়ে বেশী আগ্রহী ছিলেন ‘দ্রৌপদীর বস্ত্রহরণ’ দৃশ্যায়নটি নিয়ে। এই দৃশ্যের জন্য ২৫০ মিটারের একটি কাপড় আগে থেকেই অর্ডার দিয়ে প্রস্তুত করিয়েছিলেন বি.আর.চোপড়া। এই দৃশ্যের আগে প্রায় একঘন্টা টানা রূপা তথা দ্রৌপদীর সঙ্গে দৃশ্যটি নিয়ে বৈঠক করেন পরিচালক-প্রযোজক একত্রে। এর ফলে অভিনেত্রী আরও বেশী করে একাত্ম হয়ে গিয়েছিলেন দৃশ্যে তাঁর চরিত্রের অভিব্যক্তি নিয়ে। অভিনেত্রী একজন মেয়ের হওয়ার কারণেই হয়তো আরো বেশী করে অনুভব করতে পেরেছিলেন ভরা রাজসভায় দ্রৌপদীর এই অপমান ও অসহায়তা। ফলে বাস্তবেই এই দৃশ্যে অভিনয় করার সময় কেঁদে ফেলেছিলেন রূপা, আর তাতেই দৃশ্যটি এত জীবন্ত হয়ে উঠেছিল। এমনকি দৃশ্যায়নের পরেও অনেকটাই ভেঙে পড়েছিলেন রূপা।

রূপা গঙ্গোপাধ্যায়ের খবর,মহাভারত সিরিয়ালের খবর,সোশ্যাল মিডিয়ার বাংলা ভাইরাল নিউজ,রূপা গাঙ্গুলীর অজানা খবর,Rupa Gangopadhyay's news,Mahabharat serial news,Bangla viral news on social media,Rupa Ganguly's unknown news,Roopa Ganguly,রুপা গাঙ্গুলী

সূত্র মারফত জানা যায়, প্রথমে এই দ্রৌপদীর চরিত্রের জন্য পরিচালক ও প্রযোজক ‘জুহি চাওলা’ (Juhi Chawla) কে বেছে নিয়েছিলেন। কিন্ত তার ডেট না পাওয়ায় এই চরিত্রটি রূপা গঙ্গোপাধ্যায়কে দিয়ে করানো হয়। এরপরেই রাতারাতি পরিচিতি পেয়ে যান তিনি। গৌতম ঘোষের ‘পদ্মা নদীর মাঝি’, অপর্ণা সেনের ‘যুগান্ত’ ও ঋতুপর্ণ ঘোষের ‘অন্তরমহল’ -এর মতন বেশ কিছু অসাধারণ কাজ করেছেন অভিনেত্রী-সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়।




Back to top button