ভালোবাসা আজ ক্ষোভ! KK বিতর্কের জেরে রিয়েলিটি শো-এর মঞ্চ থেকেও বিতাড়িত রুপঙ্কর-চৈতালি

প্রত্যুষা সরকার, কলকাতা: ‘হু ইজ কেকে, ম্যান’ মন্তব্যের ফলাফল হাড়ে- মজ্জায় টের পাচ্ছেন রূপঙ্কর বাগচী ( Rupankar bagchi )৷ সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগরে দিয়ে সংগীত শিল্পী কেকে ওরফে কৃষ্ণকুমার কুন্নাথকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেন রূপঙ্কর। আর নিজের করা সেই মন্তব্যে তিনি নিজেই এবার ব্যুমেরাংবিদ্ধ ৷ সামাজিক মাধ্যমে তাঁর ভিডিও পোষ্ট হওয়ার পর থেকে ক্রমাগত নিন্দিত হয়ে চলেছেন তিনি। তবে শুধু নেটিজেনরাই নয় তাঁর মন্তব্যকে মেনে নেননি বাংলা ইন্ডাস্ট্রির একাধিক শিল্পীরাও।

দুর্ভাগ্য বসত সোশ্যাল মিডিয়ায় তাঁর এমন মন্তব্য প্রকাশের পর দিনই মঞ্চে অনুষ্ঠান করতে গিয়ে কলকাতাতেই মারা যান মিস্টার কেকে ( kk )। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় গিয়ে বারবার নিজের দুঃখপ্রকাশ, স্ত্রী চৈতালির কবিতা-কোনও কিছুতেই কোন কাজ হয়নি ‘হু ইজ কেকে, ম্যান’ মন্তব্যের অভিঘাত ৷ বরং সাংবাদিক বৈঠকে দুঃখপ্রকাশকে ঘিরে আরও বেড়েছে সমালোচনা ( Rupankar bagchi )৷ এমনকি তাঁর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে স্বামীর দোষকে আড়াল করার।

img 20220609 194630

মুছে দিয়েছেন কেকে-এর উদ্দেশে করা তাঁর বিতর্কিত লাইভ৷ তবুও তাঁর সব পোস্টেই নেটিজেনরা উগরে দিচ্ছেন রাগ ( Rupankar bagchi )। এমনকি পোষ্ট গুলিতে ভালবাসার হৃদয় ইমোজি বাদ দিয়ে সেখানে জ্বলজ্বল করছে ক্ষোভের এবং হাসির ইমোজি৷ কেকে বিতর্কের সঙ্গে যে সব পোস্টের কোনও সম্পর্ক নেই ত্রিসীমানায়, সে সব পোস্টের উত্তরেও তীব্র আক্রমণ করেছেন নেটিজেনরা৷ এমনকি বাদ যায়নি স্টার জলসার ‘ইস্মার্ট জোড়ি’-ও ৷

img 20220609 195404

স্টার জলসার একটি নতুন রিয়্যালিটি শো ‘ইস্মার্ট জোড়ি’-তে অংশ নিয়েছেন রূপঙ্কর ও তাঁর স্ত্রী চৈতালি ৷ জিতের সঞ্চালনায় শো-এর বিভিন্ন সময়ের, নানান মুহূর্তের ছবি শেয়ার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন রূপঙ্কর ( Rupankar bagchi )। আগে তাঁর শেয়ার করা ছবি গুলির কমেন্ট বক্সে ভাল লাগার, ভালবাসার মন্তব্য জানাতে দ্বিধা করেননি নেটিজেনরা৷ তবে এখন সম্পূর্ণ বিপরীত ছবি৷ এই শো থেকে বাদ দিতে হবে রূপঙ্কর ও চৈতালির জুটিকে, সরাসরি এমনই দাবি করেছেন নেটিজেনরা।

img 20220609 194813

শুধু রূপঙ্করের ফেসবুকই নয়৷ স্টার জলসার ফেসবুক পেজেও এই জুটিকে নিয়ে নানান মন্তব্য করেছেন দর্শকরা। স্টার জলসার ফেসবুক পেজে ‘ইস্মার্ট জোড়ি’ সংক্রান্ত পোস্টের নীচে দর্শকরা জানিয়েছেন এই শো-এ তাঁরা রূপঙ্কর ( Rupankar bagchi )-চৈতালিকে চান না৷ শো-তে তাঁদের জুটিকে একেবারে সহ্য করতে পারছেন না তাঁরা। বরং তাঁদের দাবি, তাঁদের বদলে ফিরিয়ে আনতে হবে জিতু-নবনীতার জুটিকে৷

অথচ এই শো-এই নিজেদের জীবনের গল্প সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন রূপঙ্কর ( Rupankar bagchi ) ও চৈতালি ৷ জানিয়েছিলেন, ইচ্ছে থাকা সত্ত্বেও সন্তান জন্ম দিতে না পারার গল্প। মেয়ে ‘মহুল’-কে দত্তক নেয়ার গল্প। জীবনে ওঠা নামার একাধিক কাহিনী শোনান তাঁরা। তাঁদের জীবনের এই সব গল্প ছুঁয়ে গিয়েছিল দর্শকদের মন৷ কিন্তু একটা ফেসবুক লাইভে তা ভেঙে পড়েছে তাসের ঘরের মতোই৷ এখন পরিস্থিতি একে বারেই অন্য রকম। দর্শকরা সরাসরি লিখছেন, রূপঙ্কর-চৈতালি থাকলে তাঁরা এই শো দেখবেন না !




Leave a Reply

Back to top button