“বর বাংলা গান নিয়ে পাগলামো করছে! বউ হিন্দি গানে রিল বানাচ্ছে”, চৈতালীর রিল দেখে রাগে ফুঁসছে নেটপাড়া

মন্টি শীল, কলকাতা : সম্প্রতি সমগ্র বিনোদন জগৎ তথা নেট দুনিয়াকে কেন্দ্র করে একটাই নাম সবার মুখে ঘুরে বেড়াচ্ছে, আর সেই নামটা হল গায়ক রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi)। সম্প্রতি বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কে কে-র অনুষ্ঠানকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে এক বিতর্কিত ভিডিও পোস্ট করেছিলেন বাংলার এই বিশিষ্ট সঙ্গীত শিল্পী। যদিও ঘটনা চক্রে শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয় ওই বলিউড খ্যাত সঙ্গীত শিল্পীর। তবে তার সঙ্গে সঙ্গে দানা বাঁধে এক নতুন বিতর্কের। সোশ্যাল মিডিয়াতে তীব্র কটূক্তির শিকার হতে হয় সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচীকে।

শুধু তাই নয়, অনেকেই আবার বলিউডের সঙ্গীত শিল্পীর প্রয়াণের জন্য গায়ক রূপঙ্কর বাগচী-কেই দোষী সাব্যস্ত করেছেন। আবার কিছু কিছু ক্ষেত্রে শোনা গিয়েছে, গায়ক রূপঙ্কর বাগচীর কাছে খুন, ধর্ষণ সহ একাধিক অপ্রীতিকর হুমকি এসে উপস্থিত হয়েছে। তবে বেশ কিছু দিন আগে এই গায়ক স্বস্ত্রিক কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে তার করা মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। যদিও এরপরেও কম হয়নি কটূক্তির আশা যাওয়া। তবে এইবার সোশ্যাল মিডিয়াতে কটূক্তির শিকার হলেন সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi)-র স্ত্রী চৈতালি লাহিড়ি (Chaitali lahiri)।

17c41

কিন্তু কী এমন ঘটল সোশ্যাল মিডিয়াতে? বেশ কিছু দিন আগে সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi) এর স্ত্রী চৈতালি লাহিড়ি (Chaitali Lahiri) তার নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি রিলস ভিডিও (Reels Video) পোস্ট করেছেন। যাতে সঙ্গীত শিল্পীর স্ত্রী চৈতালি লাহিড়ি-কে দেখা গিয়েছে একটি জনপ্রিয় হিন্দি গানে নাচের রিলস ভিডিও পোস্ট করতে। জানা গিয়েছে, সেই গানটি জনপ্রিয় হিন্দি সিনেমা ‘পরিণীতা’ এর গান ‘ক্যায়সি পহেলি হ্যায় জিন্দেগি।’ ভিডিওটিতে তাকে দেখা গিয়েছে মাত্র দুটি লাইনে নাচ করতে।

17c43

কিন্তু গানের সেই দুই লাইন সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচী এবং তার স্ত্রী চৈতালি লাহিড়ি জন্য হয়ে দাঁড়াল কাল। এরপর নেট দুনিয়াতে তাকে কেন্দ্র করে এক ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করা যায়। নেটিজেনদের তরফ থেকে আসতে শুরু করে বিভিন্ন রকমের নেতিবাচক মন্তব্য। এমনকি সেই মন্তব্য থেকে বাদ যাননি খোদ সঙ্গীত শিল্পী নিজেও। যদিও সঙ্গীত শিল্পীর সোশ্যাল মিডিয়া মারফত জানা গিয়েছে, এই ভিডিওটি গত দু’মাস আগে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছিলেন চৈতালি লাহিড়ি। তবে এই ঘটনার পর অনেকেই মনে করছেন, যেহেতু বলিউডের সঙ্গীত শিল্পীর আকস্মিক প্রয়াণ ঘটেছে তাই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সূত্র ধরে সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচীকে হেনস্থার চেষ্টা করছেন নেটিজেনরা।




Leave a Reply

Back to top button