যিশুর বদলে আবার আবিরকে নিয়েই শুরু হতে চলেছে ‘সা রে গা মা পা’:কারা থাকছেন বিচারকের আসনে, দেখে নিন

জয়িতা চৌধুরী, কলকাতা: জি বাংলার ( Zee Bangla ) ‘সা রে গা মা পা’ ( Sa Re Ga Ma Pa) বাংলা টেলিভিশনের তুমুল জনপ্রিয় নন ফিকশন শো-গুলির মধ্যে অন্যতম। বহু নতুন শিল্পীর জন্ম দিয়েছে এই মঞ্চ। ফের শুরু হতে চলেছে এই রিয়ালিটি শো। জি বাংলার অফিসিয়াল ফেসবুকের একটি পোষ্ট মারফৎ তারই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ভিডিওটিতে যাচ্ছে একটি বিয়ের বাসর ঘরের দৃশ্য।

দেখা যাচ্ছে প্রখ্যাত গায়ক সৌম্য চট্টোপাধ্যায় ( Soumya Chakroboty) হারমোনিয়াম বাজিয়ে গাইছে ‘এ মেরি জহরা জবিন’। ভিডিওটি জুম আউট হতেই দেখা যাচ্ছে সঞ্চালক (Anchor Abir Chatterjee) আবীর চট্টোপাধ্যায়কে ( Abir Chatterjee )। ক্যামেরার দিকে তাকিয়ে মুচকি হেসে বলছেন, “গান থাক জীবন জুড়ে। আসছে – “সা রে গা মা পা”..। ভিডিওর ক্যাপশনে নজর রাখতে বল হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়।

abir chatterjee
এই সিজনে ( Sa Re Ga Ma Pa latest season ) বিচারকের আসনে সম্ভবত থাকবেন শান্তনু মৈত্র ( Santanu Maitra ), মিকা সিং ( Mika Singh ) আকৃতি কক্কর ( Akriti Kakkar ) এবং শ্রীকান্ত আচার্য ( Srikantha Acharya) ও মনোময় ভট্টাচার্য বলে বিশেষ সূত্রের খবর। এ ছাড়াও বিশেষ বিশেষ পর্বে বিচারকের দায়িত্বে থাকবেন বহু গুণী শিল্পী। সঞ্চালকের ভূমিকায় চলতি বছরেও দেখা যাবে অভিনেতা আবীর চট্টোপাধ্যায়কে ( Abir Chatterjee )।

আরও পড়ুনঃ ব্যস্ত বিমানবন্দরে হঠাৎ অন্য মেজাজ! টাপা টিনি গানে দুর্দান্ত নাচলেন মনামী, ভাইরাল ভিডিও

গত সিজনে অভিনেতা যিশু সেনগুপ্তের ( Jishu Sen Gupta ) জায়গায় এসেছিলেন আবির চট্টোপাধ্যায় শোটি সঞ্ছালনা করতে। তাঁকে যিশুর জায়গায় দেখে খানিক অবাক হয় দর্শকমহল। তবে মাস খানেক আগে আবির নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একের পর এক প্রোমোর ভিডিও, ছবি পোস্ট করতেই বেড়েছিল জল্পনা। তবে সঞ্চালনায় আবার আবির চট্টোপাধ্যায়কে দেখা যাবে, যার জন্য বেশ উত্তেজিত ভক্তমহল। পাশাপাশি বিচারক আসনেও এসেছে নতুন সংযোজন।

আরও পড়ুনঃ মির্জাপুরের পরিচারিকা রাধিকার আসল রূপ দেখে স্তম্ভিত নেটবাসী, দেখে নিন ছবি

এই ধরনের শো ( Non – fictional show ) একাধিকবার সমালোচনার ( Sa Re Ga Ma Pa controversy ) মুখেও পড়েছে। বিশেষত খুদে প্রতিযোগীদের নিয়ে আয়োজন হলে তা নিয়ে কটাক্ষ হয়েছে আরও বেশি। প্রশ্ন উঠেছে, এই মঞ্চ থেকে কি সত্যিই প্রকৃত শিল্পী উঠে আসতে পারেন? তবুও দর্শকদের ভাললাগায় টিআরপি-র ( TRP ) অঙ্ক নিয়ে খুশি থেকেছেন কর্তৃপক্ষ। অপেক্ষা একঝাঁক নতুন শিল্পীর।

আরও পড়ুনঃ পিছিয়ে গেল ‘ধূলোকনা’! ‘মিঠাই’ ও ‘গাঁটছড়া’-র মধ্যে কে এল শীর্ষে, রইল এই সপ্তাহের TRP তালিকা




Leave a Reply

Back to top button