অভিনয় ছাড়লেন ‘জয়ী’ খ্যাত এই অভিনেত্রী, কারণ জানলে অবাক হবেন আপনিও

রাখী পোদ্দার, কলকাতা : বাংলা ধারাবাহিক জগতের অত্যন্ত পরিচিত মুখ হলেন অভিনেত্রী সানন্দা বসাক ( Sananda Basak)। জয়ী, গোয়েন্দা গিন্নি, প্রথমা কাদম্বিনীর মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে সকলের মন জয় করেছেন তিনি। তিনি নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে হয়ে উঠেছিলেন বাঙালির ঘরের মেয়ে। তবে এবার শোনা যাচ্ছে অনির্দিষ্ট সময়ের জন্য অভিনয় জগত থেকে বিদায় নিতে চলেছেন এই অভিনেত্রী ( Sananda Basak)। যা শুনে রীতিমতো ভেঙে পড়েছেন সানন্দা অনুরাগীরা। কিন্তু এখন প্রশ্ন হল কেন এই রকম একটি সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী? তাহলে কি অভিনয় জগতে তাঁর সময় খুব একটা ভালো কাটছিল না? নাকি এর পিছনে নয় অন্য কোনো ব্যাপার?

 

১০ বছরেরও বেশি সময় ধরে টলিউড জগতে ( Tollywood Industry) রয়েছেন সানন্দা। নিজের ইচ্ছাতেই চাকরি ছেড়ে অভিনয় জগতে এসেছিলেন তিনি। তবে এত শখের জগতকে আচমকা বিদায় জানালেন কেন? তার উত্তর অবশ্য অভিনেত্রী খোদ নিজে মুখেই বলেছেন। একটি ইন্টারভিউতে তাঁর অভিনয় জগত থেকে দূরে সরে দাঁড়ানোর আসল কারণ নিজে মুখে জানালেন অভিনেত্রী।

আরও পড়ুন : হেরে গেল ‘ধূলোকণা’! ‘মিঠাই’ নাকি ‘গাঁটছড়া’ টেক্কা দিল কে? রইল TRP তালিকা

img 20220512 160505
Sananda Basak

আসল ব্যাপার হল অভিনেত্রী বর্তমানে অন্য পেশায় ব্যস্ত। অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন সফল মহিলা ব্যবসায়ী ( Business Woman)। নিজের শাড়ির ব্যবসার দিকে বেশি সময় দেওয়ার জন্যই এরকম সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সানন্দা জানিয়েছেন, প্রথমদিকে শাড়ির ব্যবসা নিয়ে তিনি নিশ্চিত ছিলেন না। তবে বর্তমানে তাঁর শাড়ির ব্যবসা দেশ থেকে বিদেশে ছড়িয়ে পড়েছে। সব মিলিয়ে ব্যস্ততা এখন তুঙ্গে। আর এই সময়ের অভাবের জন্যই অভিনয় জগতকে বিদায় জানালেন অভিনেত্রী। এই ব্যবসার জন্য শাড়ি নিয়ে রীতিমতো রিসার্চ করেছেন তিনি। তবে শুধু পোশাক নিয়েই নয়, আরো নতুন ব্যবসা শুরু করার ইচ্ছে সানন্দার ( Sananda Basak)। মাত্র কয়েক বছরের মধ্যেই তিনি দারুণ সফল। নিজের বাড়িতেই খুলেছেন একটি নতুন অফিস।

আরও পড়ুন : শখ থাকলেও বলিউডে মেলেনি সাফল্য! অভিনয় ছেড়ে অন্য পেশায় যুক্ত হয়েছেন এই ৫ বলি তারকারা

img 20220512 160522
Sananda Basak

আগামীদিনে তিনি আবার ফিরবেন কিনা? তা জানা নেই এখন। তবে ভবিষ্যতে নিজের ডিজাইনার বুটিক খোলার ইচ্ছে অভিনেত্রীর। আপাতত অনলাইনে রঙবেরঙ ( Rongberong) নামের একটি পেজের মাধ্যমে তাঁর ব্যবসা শুরু করেছেন তিনি। এতদিন সফল অভিনেত্রী হওয়ার পাশাপাশি বর্তমানে সানন্দা এখন একজন সফল মহিলা ব্যবসায়ীও ( Entrepreneur)। তাঁর এই পথ যেন সুগম হয় তারই কামনা করি।




Leave a Reply

Back to top button