পিঙ্ক বেনারসীতে ফুটফুটে সেই ‘দুর্গা’র বিয়ে
Sandipta Sen Wedding: গায়ে হলুদে সাবেকি হলুদ শাড়িতে নজর কারেন মিসেস মুখার্জি। বিয়েতেও কিন্তু 'দুর্গা' নিজের বাঙালি সাজ বজায় রাখেন। ফুসিয়া পিঙ্ক বেনারসী, সঙ্গে সোনার গয়না মুড়ে ছিলেন নিজেকে।

বিয়ে নিয়ে টলিপাড়া ছিল বেশ উৎসুক। প্রি ওয়েডিং ভিডিও ও ফটোশুটও ভালোবাসা পেয়েছিল খুব। হ্যাঁ। কথা হচ্ছে সন্দীপ্তা সেন (Sandipta Sen) ও সৌম্য মুখার্জীর (Soumya Mukherjee) বিয়ের। ৩৭ বছরের এই অভিনেত্রী অভিনয় জগতে পারি ‘দুর্গা’ ধারাবাহিক দিয়ে। এরপর নানা চরিত্রে অভিনয় করলেও তাঁর ‘বেস্ট ওয়াইফ’ ও সংসারী রোল নজর কেড়েছে। সেভাবেই পছন্দ করছেন অনুরাগীরা। এবার সেই মেয়েটির বিয়ে। প্রথম প্রথম প্রেম নিয়ে মুখ না খুললেও উদ্যোগপতি সৌম্য মুখার্জির প্রেমে কিন্তু হাবুডুবু খাচ্ছিলেন সন্দীপ্তা। অবশেষে বৃহস্পতিবারের শুভদিনে সেই প্রেমে পড়ল শিলমোহর।

বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার বুকে একটি বিলাসবহুল ব্যাঙ্কেট হলে গাঁটবন্ধন হয় দুজনের। সেখানে মহিলা পুরোহিত দ্বারা মন্ত্র উচ্চারণ বিয়েতে আলাদা মাত্রা এনে দিয়েছিল। নায়িকা আগেই জানিয়েছিলেন বিয়েতে কন্যাদানের মত রিচুয়াল রাখা হবে না। তবে বিয়ের একদিন আগে কিন্তু মা বাবার হাতে সাজানো গোছানো আইবুড়োভাত খান তিনি।
সাবেকি বাঙালি সাজে প্রি ওয়েডিং। বিয়েতেও সাবেকিয়ানা বাঙালিয়ানা ভরপুর ছিল। বাগদান পর্বে তাঁর পরণে ছিল হালকা গোলাপি লেহেঙ্গা ও হিরের জুয়েলারি। আংটি বদলের সময় মাইক নিয়ে একে অপরকে ‘আই লাভ ইউ, উইল ইউ ম্যারি মি’? ও বলেন তাঁরা। সৌম্য হাঁটু গেড়ে বসে প্রোপজ করে আংটি বদল করেন। আংটি পরে সৌম্যর কপালে মিষ্টি করে চুমুও এঁকে দেন সন্দীপ্তা।

গায়ে হলুদে সাবেকি হলুদ শাড়িতে নজর কারেন মিসেস মুখার্জি। বিয়েতেও কিন্তু ‘দুর্গা’ নিজের বাঙালি সাজ বজায় রাখেন। ফুসিয়া পিঙ্ক বেনারসী, সঙ্গে সোনার গয়না মুড়ে ছিলেন নিজেকে। সৌম্য গায়ে ছিল লাইট পিঙ্ক শেরওয়ানি। সামঞ্জস্য বজায় রেখেই এটা ডিসাইডেড ছিল। অভিনেত্রী জানিয়েছিলেন তাঁর বিয়ের বেনারসী এসেছে সদূর বেনারস থেকেই। শুধু কি পোশাক? খাবারদাবারেও ছিল বাঙালি ছোঁয়া। মাছ, পাঁঠার মাংস ছিল মেনুতে। উপস্থিত ছিলেন টলিপাড়ার অভিনেত্রী, অভিনেতা, প্রযোজক ও উদ্যোগপতিরা।