এই শীতে ভানু বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে ধরা দিচ্ছেন শাশ্বত, প্রকাশিত হলো ছবির পোস্টার

আজ ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। তাকে সম্মান জানাতে তৈরি করা হচ্ছে নতুন ছবি। তাঁ র চরিত্রে অভিনয় করছেন শ্বাশত চট্টোপাধ্যায়। প্রকাশ হল ছবির লুক।

শুভঙ্কর, কলকাতা: পশ্চিমবঙ্গে বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা তিনি। এছাড়াও হাস্যকৌতুক অভিনয়ে তার জুরি মেলা ভার। আজ সেই জনপ্রিয় অভিনেতার জন্মদিন। আজ তাঁর ১০৩তম জন্মদিন। বুঝতে পারলেন কার কথা বলছি। হ্যাঁ ঠিক ধরেছেন সেই ভানু বন্দোপাধ্যায়ের কথাই বলা হচ্ছে। তাঁর জন্মদিনে এক সুন্দর উপহার দিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। কারণ তিনি ভানু বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এক নতুন ছবি আনছেন। যার পোস্টার মুক্তি পেল আজই। শাশ্বত চট্টোপাধ্যায় এর আগেও একাধিক নায়ক বা পরিচালকের চরিত্রে অভিনয় করেছেন। এবার তিনি অভিনয় করবেন ভানু বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে। এই ছবির নাম ‘যমালয়ে জীবন্ত ভানু’। এর আগেও তিনি ঋত্বিক ঘটকের চরিত্রে, উত্তম কুমারের চরিত্রে অভিনয় করেছেন।

আমরা সবাই জানি ‘যমালয়ে জীবন মানুষ’ ছবিতে অভিনয় করেছিলেন ‘দ্য গ্ৰেট’ ভানু বন্দ্যোপাধ্যায়। এবার যমালয়ে জীবন্ত মানুষ ছবিতে তাঁর চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত। প্রকাশিত পোস্টারে দেখা যাচ্ছে চওড়া কপাল, কাটা পাঞ্জাবি আর ধুতি পড়ে সাইকেলের পাশে দাঁড়িয়ে আছেন শাশ্বত। তবে হ্যাঁ পাশে কিন্তু একটা বাহনও আছে। আর সে হল একটা বিড়াল। ডক্টর কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় এই ছবিটির পরিচালনা করেন। এছাড়াও ছবিটির প্রযোজনা করেন নিবেদিত চিত্রম নিবেদিত সুমন কুমার দাস। এই ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায়কে ভানু বন্দ্যোপাধ্যায় রূপে ফুটিয়ে তুলেছেন সোমনাথ কুণ্ডু। আর এই ছবির গানের দায়িত্ব রয়েছেন রাজা নারায়ণ দেব। এই ছবির পোস্টার পোস্ট করে লেখা হয়, ‘বাঙালির মনে যিনি আজও বেঁচে আছেন আজ সেই মানুষটিরই জন্মদিন। তিনি বাংলা ছায়াছবিতে অমরত্ব পেয়েছেন’। এই মানুষকে সম্মান জানাতেই এবং স্মরণ করতেই ‘জমালয়ে জীবন্ত ভানু’ ছবিটি করা হচ্ছে।এই ছবিটি মুক্তি পেতে চলেছে চলতি বছরের শীতে।

Bhanu Bandopadhyay,saswata chatterjee,jamalaye jibanta manush,jamalaye jibanta bhanu,Tollywood

‘যমালয়ে জীবন্ত মানুষ’ মুক্তি পেয়েছিল ১৯৫৮ সালে। আজ ২০২৩। ৬৫ বছর অতিক্রান্ত। এবার যমালয়ে জীবন্ত মানুষের বদলে ‘যমালয়ে জীবন্ত ভানু’কে দেখা যাবে। তবে এই ছবিটির একটা অদ্ভুত বিষয় এখানে অভিনেতার বায়োপিক বা পুরনো ছবি সিকুয়েন্স তুলে ধরা হয়নি। এখানে তুলে ধরা হয়েছে ভানু বন্দ্যোপাধ্যায়ের উপরেই তৈরি করা বিভিন্ন ছবির টুকরো টুকরো মুহূর্ত।




Leave a Reply

Back to top button