‘নায়ক’ তুমি কার? কোর্টের লড়াইয়ে জিতলেন সত্যজিৎই

ঝামেলা চিত্রনাট্যের স্বত্ব নিয়ে।

‘নায়ক’ তুমি কার? হ্যাঁ, সত্যজিৎ রায় পরিচালিত উত্তম কুমার অভিনীত ‘নায়ক’ সিনেমার কথাই হচ্ছে। ছবির প্রযোজক ছিলেন আরডি বনশল। ঝামেলা চিত্রনাট্যের স্বত্ব নিয়ে। মামলা পৌঁছয় দিল্লি আদালতে। সিঙ্গল বেঞ্চ জানিয়ে দেয়, নায়ক সিনেমার চিত্রনাট্যের স্বত্ব সত্যজিৎ রায়েরই। এবার সিঙ্গল বেঞ্চের সেই রায়ে সম্মতি জানাল ডিভিশন বেঞ্চও।

সত্যজিতের ‘নায়ক’ বাংলা সিনেমার মাইলস্টোন। ১৯৬৬ সালে মুক্তি পায়। বিনোদন জগতে এক তারকার উত্থান পতনের গল্প নিয়ে তৈরি এই সিনেমা। উত্তমের বিপরীতে অভিনয় করেন শর্মিলা ঠাকুর। সম্প্রতি এই সিনেমার চিত্রনাট্যের ভিত্তিতে একটি উপন্যাস লেখেন ভাস্কর চট্টোপাধ্যায়। প্রকাশ করে হার্পার কলিন্স।

Nayak,Satyajit Ray,Harper Collins,Bengali Film,Delhi High Court

এরপরই প্রকাশনা সংস্থার বিরুদ্ধে আদালতে মামলা করে বনশলের পরিবার। তাদের দাবি, ছবির চিত্রনাট্যকার সত্যজিৎ রায় ঠিকই, কিন্তু প্রয়োজন হওয়ার কারণে স্বত্বাধিকার তাদেরই। তাই তৃতীয় কেউ ‘নায়ক’-এর উপর কাজ করলে বনশল পরিবারের অনুমতি ছাড়া প্রকাশ করতে পারবে না।

প্রকাশনা সংস্থা জানায় তারা অনুমতি নিয়েছিল। সত্যজিৎ পুত্র সন্দীপ রায় এবং রে সোসাইটির অনুমতিপত্র আদালতে পেশ করে তারা। হার্পার কলিন্সের দাবি, বনশল পরিবারের অনুমতির কোনও প্রয়োজন নেই। গত মে মাসে এই মামলাতেই সত্যজিৎ রায় তথা হার্পার কলিন্সের পক্ষে রায় দেয় দিল্লি আদালত।

আদালত জানিয়েছ, ‘নায়ক’ সিনেমার গল্প এবং চিত্রনাট্য লিখেছেন সত্যজিৎ রায়। এটা সৃজনশীল কাজ। এতে প্রযোজনা সংস্থার কোনও অবদান নেই। তাই চিত্রনাট্যে সত্যজিতেরই অধিকার। তার পরিবারের অনুমতি নিলেই হবে। দিল্লি আদালতের সিঙ্গল বেঞ্চের এই রায়ের সঙ্গে এবার সহমত প্রকাশ করল ডিভিশন বেঞ্চও।




Leave a Reply

Back to top button