পল্লবীর মৃত্যুতে সুশান্ত যোগ! ময়না তদন্তে উঠে আসল আকস্মিক তথ্য

মন্টি শীল, কলকাতা : সব মৃত্যুই বেদনাদায়ক, সব মৃত্যুই এক নতুন শিক্ষা দিয়ে যায়, আবার মৃত্যুই এক নতুন রহস্যের জন্ম দিয়ে যায়। এই উক্তিটার কিছুটা আভাস পাওয়া গিয়েছিল বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর সময়। করোনা কালে যখন সমস্ত দেশ কার্যত ঘর বন্দি অবস্থায় ছিলেন। ঠিক সেই সময় এই পৃথিবীর সমস্ত বাঁধন ত্যাগ করে না ফেরার দেশে চলে গিয়েছিলেন বলিউডের এই তরুণ অভিনেতা। তবে অভিনেতা তো চলে গিয়েছেন কিন্তু তার সঙ্গে সঙ্গে জন্ম দিয়ে গিয়েছিলেন একাধিক রহস্যময় কাহিনীর।
বি-টাউনের এই রহস্যময় ঘটনার পুনরাবৃত্তি ঘটল টলি পাড়ায়। গত রবিবার টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী পৃথিবীর সমস্ত বাঁধন ত্যাগ করে না ফেরার দেশে চলে গিয়েছেন। কলকাতার গরফা সংলগ্ন এলাকার একটি আবাসন থেকে উদ্ধার করা হয় অভিনেত্রীর ঝুলন্ত দেহ। পল্লবীর এই আকস্মিক মৃত্যুর খবর সামনে আসার পর রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা টলিউড জুড়ে। শোকের ছায়া নেমে এসেছে বিনোদনের এই অন্যতম জগতে। যদিও ইতিমধ্যেই অভিনেত্রীর এই আকস্মিক মৃত্যুর তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ প্রশাসন।
আরও পড়ুন ….লিভ-ইন থেকে আত্মহত্যা! ঝুলন্ত অবস্থায় উদ্ধার ‘আমি সিরাজের বেগম’ খ্যাত অভিনেত্রী Pallavi Dey এর দেহ
আরও পড়ুন ….আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি পেতেই সপ্তম স্বর্গে শ্রীলেখা, গণমাধ্যমেই নিন্দুকদের দিলেন কড়া জবাব
আর এই তদন্তের সাপেক্ষে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিনেত্রী লিভ ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তীকে। জানা গিয়েছে, অভিনেত্রী পল্লবী এবং সাগ্নিক দুজনে গরফার ওই আবাসনে লিভ ইন সম্পর্কে থাকতেন। প্রায় দের মাস যাবত একসঙ্গে থাকতেন তারা। পুলিশ সাগ্নিককে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে, অভিনেত্রী পল্লবী বেশ কিছু দিন যাবত বিভিন্ন রকমের বিষয় নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন। আর তার অন্যতম কারণ ছিল তার হাতে নতুন কোনও কাজ ছিল না। আর যেই কাজটা ছিল তাও প্রায় শেষের মুখে ছিল।
আরও পড়ুন ….সমালোচকদের মুখের উপর জবাব দিয়ে মাথায় সেরার শিরপা শ্রীলেখার! আন্তর্জাতিক মঞ্চে পেলেন স্বীকৃতি
শুধু তাই নয়, জানা গিয়েছে কাজের চিন্তা ছাড়াও এই টলি অভিনেত্রীর একাধিক ইএমআই বর্তমান ছিল। যা তিনি কিভাবে পূরণ করবেন তা নিয়ে অবসাদে ভুগছিলেন। তদন্তের পর পুলিশ আরও জানতে পারেন, সেদিন তারা পাটুলিতে একসঙ্গে বেড়াতে যান। রাতে সবকিছু ঠিক থাকলেও। পরের দিন সকালে এই ঘটনা ঘটিয়ে ফেলেন অভিনেত্রী। শোনা গিয়েছে, অভিনেত্রী আত্মহত্যা করার আগের দিন তার মা কে ফোন করে রান্নার এক বিশেষ পদের রেসিপি জিজ্ঞাসা করেন। অভিনেত্রীর পরিবারের তরফে দাবি করা হয়েছে, এটি আত্মহত্যা নয়, এক পরিকল্পিত মৃত্যুর ঘটনা। যদিও ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে এটি আত্মহত্যা। তবে অনেকেরই মতে, তদন্ত করলে হয়তো আরও বৃহৎ কোনও রহস্যের জন্ম হতে পারে।