ছোট পর্দা পেরিয়ে এবার রোম্যান্সের পালা বড় পর্দায়! ৫ বছর পর ফের জুটি বাঁধছে বিক্রম-শোলাঙ্কি

রাখী পোদ্দার, কলকাতা : পাঁচ বছর আগে বিকেল সাড়ে পাঁচটা মানেই দর্শকদের কাছে ছিল প্রাইম টাইম। কারণ এই সময় স্টার জলসায় ( Star Jalsha) সম্প্রচারিত হতো দর্শকদের প্রিয় জুটি অনুরাগ মেঘলা অভিনীত ‘ইচ্ছে নদী’ ( Ichche Nodee)। এই ধারাবাহিকের মাধ্যমে প্রত্যেক বাঙালির ঘরের ড্রয়িং রুমে পৌছে যান অনুরাগ মেঘলা। ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে তৈরি এই ধারাবাহিকের কাহিনী। অনুরাগ চরিত্রে অভিনয় করেছিলেন টলি পাড়ার জনপ্রিয় অভিনেতা বিক্রম চ্যাটার্জী ( Vikram Chatterjee)। আর মেঘলা চরিত্রে দর্শকদের কাছে ধরা দিয়েছিল অভিনেত্রী শোলাঙ্কি রায়। তাঁদের সম্পর্কের রসায়নও বেশ পছন্দ করতেন দর্শকরা। দর্শকরাও চান বারবার এই জুটিকে পর্দায় একসাথে দেখার জন্য। এবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ফের পর্দায় জুটি বাঁধবেন বিক্রম-শোলাঙ্কি ( Vikram-Solanki)। তবে এবার আর ছোট্টপর্দায় নয়, এক্কেবারে বড়পর্দায় জুটি বাঁধছেন বিক্রম-শোলাঙ্কি।

পরিচালক অরিত্র সেনের দ্বিতীয় ছবি ‘শহরের উষ্ণতম দিনে’ ( Shohorer Ushnotomo Dine)-তে জুটি বাঁধবেন বিক্রম-শোলাঙ্কি। জানা গিয়েছে কলেজ জীবনের পুরোনো প্রেম কাহানী তুলে ধরা হবে এই ছবিতে। এর আগে অরিত্র সেন পরিচালিত প্রথম ছবি ছিল, পরমব্রত চট্টোপাধ্যায়-ইশা সাহা অভিনীত ‘ঘরে ফেরার গান’ (Ghore Pherar Gaan)। এই ছবির জন্য গোটা কলকাতা শহরকেই বেছে নিয়েছেন পরিচালক। কলকাতা শহরকে কেন্দ্র করেই গড়ে উঠবে এই ছবির গল্প। ছবিতে অনুরাগ মেঘলার চরিত্রের নাম থাকবে ঋতবান আর অনিন্দিতা।

 

picsart 22 06 08 13 51 12 475এক সময় পরিস্থিতির শিকার হয়ে ঋতবান আর অনিন্দিতাকে হতে হয়েছিল আলাদা। কয়েক বছর লন্ডনে গবেষণা করার পরে ঋতবান কলকাতায় ফিরে এসে তাঁর কলেজ জীবনের প্রেম অনিন্দিতার সঙ্গে আবারো প্রেমে জড়িয়ে পড়েন। অনিন্দিতাও সেই মুহূর্তে একজন সফল রেডিও জকি। সেই নিয়েই গল্পের কাহিনী এগোবে সিনেমাতে। অন্যদিকে বহুদিন পরে বিক্রমের সঙ্গে কাজ করতে পেরে বেশ খুশি শোলাঙ্কিও ( Solanki Roy)। তাঁর মতে, মাঝে অনেকটা বিরতি থাকলেও বিক্রমের সঙ্গে কাজ করার কমফর্ট লেভেলটা এখনও বর্তমান। এই মুহূর্তে উত্তরবঙ্গে শুটিংয়ে ব্যস্ত বিক্রম। এই ছবির বিষয়ে তিনি বলেছেন, দর্শক ‘ইচ্ছেনদী’র সময় থেকেই তাঁদের জুটিকে ভীষণ ভালোবাসা দিয়েছেন। তিনি আরও মনে করেন এই শহরের প্রেক্ষাপটে এই প্রেমের ছবিকে জাগিয়ে তোলাও একটি মারাত্মক সফলতা আনবে এই ছবির ক্ষেত্রে।

 

picsart 22 06 08 13 52 07 231সম্প্রতি এই ছবির শুটিংয়ের প্রথম ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করলেন অভিনেতা। বিক্রমের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে কলকাতার গঙ্গার পাড়ে একসঙ্গে বসে আছেন মেঘলা-অনুরাগ। ছবির ক্যাপশন অভিনেতা লিখেছেন “কলকাতা- প্রেমের শহর, মায়ার শহর, প্রতিশ্রুতির শহর। তাই ফিরে আসে সবাই বারবার তারই টানে! অপেক্ষায় থেকো…..”।




Leave a Reply

Back to top button